Breaking News

টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড, ৩৯ সিরিজে ২২ টিতেই হার

টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড যেখানে ৩৯ সিরিজে ২২ টিতেই হার টাইগারদের। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ যে কতটা দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হেরে তা আবারও প্রমাণ হলো। যদিও এবারের জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলে ছিল তরুণের ছড়াছড়ি।

সিনিয়ররা বিশ্রামে থাকায় নুরুল হাসান সোহানের নেতৃত্বে দল পাঠায় বিসিবি। তবে ইনজুরির কারণে শেষ ম্যাচ খেলতে পারেননি সোহান। এনিয়ে টানা দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের পর জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয় বরণ করল টাইগাররা। তৃতীয় টি-টোয়েন্টিতে ১০ রানে হেরে ২-১ ব্যবধানে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। বাংলাদেশে সর্বশেষ উইন্ডিজ সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টিতে ২-০ ব্যবধানে হেরেছিল।

একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আর জিম্বাবুয়ে সফরে প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে দাপুটে জয়ে ঘুরে দাঁড়ায়। তবে তৃতীয় ম্যাচে ব্যাট-বলের ব্যর্থতায় এই ফরম্যাটে ফের লজ্জায় পড়ল দলটি।

এছাড়া প্রথমবার টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে সিরিজ হারল বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের এখন পর্যন্ত ৩৯টি দ্বিপাক্ষিক সিরিজ ছিল। তবে দুঃখের বিষয় এরমধ্যে ২২টি সিরিজেই হেরেছে।

জয় পেয়েছে ৯টিতে। ৬টি সিরিজ ড্র হয়েছে। আর দুটি সিরিজ পরিত্যক্ত। সর্বশেষ হারের সংযোজন জিম্বাবুয়ে সিরিজ।দ্বিপাক্ষিক সিরিজসহ বাংলাদেশের ২০ ওভারে ক্রিকেট ম্যাচ ছিল ১৩১টি।

যেখানে ৮৩টিতেই হেরেছে। জয় পেয়েছে ৪৫টিতে। তিনটি ম্যাচ পরিত্যক্ত। চলমান জিম্বাবুয়ে সাথে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ হার বাংলাদেশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *