Breaking News

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতের বিশ্বকাপ স্বপ্ন এখন পাকিস্তানের হাতে

চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ডের কাছে হারে ভারত। শনিবার (১৮ ফেব্রুয়ারি) নিজেদের তৃতীয় ম্যাচে রিচা ঘোষ, স্মৃতি মন্ধানাদের লড়াই জেতাতে পারেনি ভারতকে। টিম ইন্ডিয়া হেরেছে ১১ রানে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই ভারতের প্রথম পরাজয়। ভারত নিজেদের আগের দুই ম্যাচ জিতেছে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে এখনও সেমিফাইনালে যাওয়ার আশা বেঁচে রয়েছে হরমনপ্রীত কৌরের দলের।

তবে উল্টো দিকও রয়েছে, ভারত বিদায়ও নিতে পারে। সোমবার (২০ ফেব্রুয়ারি) আয়ারল্যান্ডের বিপক্ষে চতুর্থ ও গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে ভারত। আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেই সেমিফাইনালে উঠে যাবে ভারত।

তবে ইংল্যান্ডকে টপকে গ্রুপ শীর্ষে ওঠার সম্ভাবনা কম। যদি তা হতে হয়, তা হলে পাকিস্তানের কাছে ইংল্যান্ডকে হারতেই হবে।তার পরে আসবে নেট রান রেটের অংক। এ

ই মুহূর্তে ইংল্যান্ডের নেট রান রেট (১.৭৮৬) ভারতের থেকে (০.২০৫) অনেকটাই ভাল। সেমিফাইনালে ওঠার যেমন সম্ভাবনা রয়েছে, তেমনই ভারত প্রতিযোগিতা থেকে ছিটকেও যেতে পারে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিপক্ষে খেলা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের।  আজ যদি পাকিস্তান জেতে, তা হলে রান রেটের সুবাদে তারা ভারতকে টপকে দ্বিতীয় স্থানে চলে যাবে।

কারণ পাকিস্তানের রান রেট (১.৫৪২) অনেক ভাল ভারতের থেকে।  শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের। সে ক্ষেত্রে ও ম্যাচের ওপরে অনেক কিছু নির্ভর করবে।

তবে আজ পাকিস্তান জিতলে, ভারতকে অবশ্যই আয়ারল্যান্ডকে হারাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *