Breaking News

টি-টোয়েন্টি বিশ্বকাপ: আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ কড়া নাড়ছে দরজায়। এর প্রস্তুতিতে আজ দক্ষিণ আফ্রিকার কেপটাউনে পাকিস্তানের মুখোমুখি হচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা। এ ছাড়া আজ হট ফেভারিট অস্ট্রেলিয়া খেলবে ভারতের বিপক্ষে,

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ইংল্যান্ড আর নিউজিল্যান্ড মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে ৮ ফেব্রুয়ারি। বিশ্বকাপের আগে ১০ অধিনায়ক পরশু করেছেন অফিশিয়াল ফটোশ্যুট।

সেখানেই নিজেদের দলের লক্ষ্য নিয়ে কথা বলেছেন সবাই। বাংলাদেশি অধিনায়ক নিগার সুলতানা চান টানা হারের বৃত্তটা ভাঙতে। ২০১৪ বিশ্বকাপে বাংলাদেশ ৩ রানে হারিয়েছিল শ্রীলঙ্কাকে।

এরপর ২০১৬, ২০১৮ ও ২০২২ সালের আসরগুলোয় কোনো ম্যাচই জিততে পারেনি। এবার পঞ্চম বিশ্বকাপে জয়ে চোখ নিগারের, ‘বিশ্বকাপে জায়গা পাওয়াটা দারুণ ব্যাপার। আমরা অনেকে বহুদিন ধরেই খেলছি,

তবে এটা আমাদের কেবল পঞ্চম বিশ্বকাপ। ২০১৪ সালের পর এই বিশ্বকাপে আমরা জিততে পারিনি। এবার তাই নিজেদের সেরাটা দিয়ে খেলব। ২০১৮ সালে আমরা এশিয়া কাপ জয়ের পর বাংলাদেশে নারীদের ক্রিকেটে বড় রকমের পরিবর্তন এসেছে।

কদিন আগে নিউজিল্যান্ড সফরে আমরা অনেক কিছু শিখেছি। বিশ্বকাপে নিজেদের সামর্থ্য দেখানোর অপেক্ষায় আমরা। বাংলাদেশের গ্রুপে আছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া,

স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। সবাইকে পেছনে ফেলে এবারও দক্ষিণ আফ্রিকায় ষষ্ঠ শিরোপা জেতার লক্ষ্যের কথা জানালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং,

‘আমরা বর্তমান চ্যাম্পিয়ন। দলের সবাই চায় আরো একটা শিরোপা জিততে। শিরোপার দাবিদার আরো অনেকে আছে। তাই নিজেদের সেরাটা খেলতে হবে সবাইকে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *