Breaking News

টি-টেন ক্রিকেটে মাঠ কাঁপাতে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন ‘সাকিব’

টি-টেন ক্রিকেটে মাঠ কাঁপাতে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন সাকিব। স্বীকৃত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাট টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট। প্রতি বছরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে বসবে টুর্নামেন্টটি। এবারের আসর বসবে নভেম্বরে।

এবার আলোচিত এ টি-টেন লিগে অংশ নেবেন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। টুর্নামেন্টটির দল বাংলা টাইগার্সের হয়ে খেলবেন এই বাঁহাতি অলরাউন্ডার। টি-টেন লিগের ষষ্ঠ আসরে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে সাকিবকে।

এমনকি তিনিই পেতে পারেন দলের অধিনায়কত্ব। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে জানা গেছে, দুই পক্ষের আলোচনা অনেকদূর এগিয়েছে। শুধু চুক্তিপত্রে স্বাক্ষর করা বাকি।

বাংলা টাইগার্স বাংলাদেশি মালিকানাধীন দল হলেও গত আসরে দলটির সাথে কোনো বাংলাদেশি ক্রিকেটার বা কোচ ছিলেন না। তবে জানা গেছে, ডিসেম্বরের শুরুতে দেশের মাটিতে ভারত সিরিজ থাকায় টি-টেন লিগের পুরো মৌসুম না খেলতে পারেন সাকিব।

এবার সাকিব ছাড়া আরও দুই বাংলাদেশি যুক্ত হচ্ছেন বাংলা টাইগার্সের সাথে। দলের পরামর্শক বা টিম মেন্টর হিসেবে থাকবেন দেশের প্রখ্যাত ক্রিকেট কোচ ও বিশেষজ্ঞ নাজমুল আবেদিন ফাহিম।

প্রধান কোচের ভূমিকায় থাকবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। তারা দুইজনই ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। ফাহিম ও আফতাব অতীতেও কাজ করেছেন বাংলা টাইগার্সে, তবে গত মৌসুমে দলটির সঙ্গে ছিলেন না তারা।

এছাড়া চমক আছে আরো একটি। ২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা ছিল যে রিচার্ড স্টনিয়ারের, বাংলাদেশ অধ্যায়ের ইতি টানার পর এবার বাংলা টাইগার্স দলের ফিটনেস ট্রেনারের দায়িত্ব সামলাবেন তিনি।

আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসর মাঠে গড়াবে আগামী নভেম্বরে, অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর শেষ হওয়ার পরপরই। ২৩ নভেম্বর শুরু হয়ে টুর্নামেন্টের পর্দা নামবে ৪ ডিসেম্বর।

টি-টেন লিগে এর আগে একবারই খেলেছেন সাকিব, প্রথম আসরে। কেরালা কিংসের হয়ে সেবার শিরোপা জিতেছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর এবার ভিন্নরুপে দেখা যাবে সাকিবকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *