Breaking News

টি-টুয়েন্টি ক্রিকেটের ইতিহাসের কম বয়সে সেঞ্চুরির করে বিশ্বরেকর্ড গড়লেন ‘ম্যাককেয়ন’

টি-টুয়েন্টি ক্রিকেটের ইতিহাসের কম বয়সে সেঞ্চুরির করে বিশ্বরেকর্ড গড়লেন ম্যাককেয়ন। পুরুষদের ক্রিকেটে টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন ফরাসি ব্যাটার গুস্তাভ ম্যাককেয়ন।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের উপ-আঞ্চলিক বাছাই ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েছেন ওপেনিং এই ব্যাটার।

ফিনল্যান্ডের ভান্তায় অনুষ্ঠিত এই ম্যাচে ৬১ বলে ১০৯ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন ম্যাককেয়ন। ১৮ বছর ২৮০ দিন বয়সে এই সেঞ্চুরি ইনিংস খেলেছেন তিনি।

তাতেই টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান হিসেবে ইতিহাসের পাতায় নাম উঠে গেছে ম্যাককেয়নের। এর আগে এই রেকর্ডটি দখলে ছিল আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাইয়ের।

এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১৯ সালে তিনি ৬২ বলে যখন ১৬২ রানের হার না মানা ইনিংস খেলেন, তখন তার বয়স ছিল মাত্র ২০ বছর ৩৩৭ দিন।

জাজাইয়ের রেকর্ড ভাঙা ম্যাককেয়নের চলতি টুর্নামেন্টটি দারুণ কাটছে। ১৬১ স্ট্রাইকরেট এবং ৯২.৫০ গড়ে এরই মধ্যে ১৮৫ রান করে ফেলেছেন এই ব্যাটার।

সেঞ্চুরির আগের ইনিংসে তিনি চেক রিপাবলিকের বিপক্ষেও করেছিলেন ৫৪ বলে ৭৬ রান। যদিও এবার বিশ্বরেকর্ড গড়েও দলকে জেতাতে পারেননি ম্যাককেয়ন।

১৫৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েও রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে সুইজারল্যান্ডের কাছে ১ উইকেটে হেরে যায় ফ্রান্স। দেখে যেন বোঝাই যাচ্ছে ক্রিকেটের সৌন্দর্য দিন দিন বিশ্বে ছরিয়ে পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *