Breaking News

জিম্বাবুয়ের বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়ে বিশ্বকাপে নেদারল্যান্ডসের প্রথম জয়

জিম্বাবুয়েকে কোনো আইসিসি ইভেন্টের শেষ চারের দৌড়ে খুব একটা দেখা যায় না। এবার পাকিস্তানকে হারানোর পর থেকে সেটাই অলীক স্বপ্নটাই বাস্তবস্বপ্ন হয়ে উঠেছিল দলটির সামনে।

সেমিফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রাখতে শেষ দুই ম্যাচে জিততেই হতো জিম্বাবুয়ের। তবে আজ নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে হেরে সে স্বপ্নটা ‘প্রায়’ শেষই হয়ে গেছে সিকান্দার রাজাদের।

অ্যাডিলেড ওভালে আজ দিনের প্রথম ম্যাচে টস জিতেছিলেন জিম্বাবুইয়ান অধিনায়ক ক্রেইগ আরভিন। নিয়েছিলেন ব্যাট করার সিদ্ধান্ত। ওদিকে ডাচ অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস জানিয়েছিলেন,

টস জিতলে ফিল্ডিংয়ের সিদ্ধান্তটাই নিতেন তিনি। কেন নিতেন, বোলিংয়ে নেমে সেটারই প্রমাণ দিয়েছেন ডাচ বোলাররা।পাওয়ারপ্লেতে মোটেও সুবিধা করতে পারেননি জিম্বাবুয়ের ব্যাটাররা।

টপ অর্ডারের তিন ব্যাটার ওয়েসলি মাধেভেরে, ক্রেইগ আরভিন আর রেজিস চাকাভা ফিরে যান পাওয়ারপ্লেতেই। ২০ রানে তিন উইকেট খোয়ানো জিম্বাবুয়েকে কক্ষপথে ফেরানোর চেষ্টা করেছিলেন শন উইলিয়ামস আর সিকান্দার রাজা।

দলীয় ৬৮ রানে সিকান্দার ফিরে যান। এরপর থেকে জিম্বাবুয়ের ইনিংসটা ছিল সতীর্থদের আসা যাওয়ার মিছিলে একা লড়ে যাওয়ার গল্প। রাজা ২৮ বলে ৪০ রানের ইনিংস খেলেন। তাতে ভর করেই শেষমেশ ২০ ওভার শেষে ১১৭ রান তোলে জিম্বাবুয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *