Breaking News

ঘুরে দাঁড়ালো বাংলাদেশ, আফগানিস্তানের বিপক্ষে যুবদের সহজ জয়

প্রথম ওয়ানডেতে বড় পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে সহজ জয় পেয়েছে টাইগার যুবারা। সোমবার (১৫ মার্চ) আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৬৩ রানের জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বাংলাদেশের পক্ষে এদিন ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলেন শিহাব জেমস। টলারেন্স ওভালে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি টাইগার যুবাদের।

৪২ রানেই প্রথম চার উইকেট হারায় তারা। দলীয় ৫২ রানের মাথায় আরও দুই ব্যাটারকে হারালে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এরপর বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান শিহাব জেমস ও শেখ পারভেজ জীবন।

জীবন ও জেমস মিলে স্কোরবোর্ডে জমা করেন ১০১ রান। ব্যক্তিগত ৪৮ রানে জীবন বিদায় নিলেও একপ্রান্ত আগলে রাখেন জেমস। শতরানের খুব কাছে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে ৯৮ রানে রান আউটের শিকার হন তিনি।

১২৫ বলে ১২ চার ও ২ ছক্কায় ৯৮ রান করেন তিনি। তার বিদায়ের পর শেষপর্যন্ত ২৩১ রানে থামে যুব টাইগারদের ইনিংস। ২৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

ইনিংসের দ্বিতীয় বলেই নিজেদের প্রথম উইকেট হারায় আফগানরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬৮ রানে গুটিয়ে যায় তারা।

বাংলাদেশের পক্ষে ৩২ রানে তিন উইকেট লাভ করেন রাফি উজ জামান। বর্ষন আর রাব্বি নেন ২টি করে উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *