Breaking News

ঘড়ের মাঠে এমন হোয়াইটওয়াশের লজ্জাজনক হার তবুও নেতৃত্ব ছাড়বেন না ‘বাবর’

ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের শিকার হয়েছে পাকিস্তান। টেস্ট সিরিজে বাবর আজমদের ৩-০ ব্যবধানে হারিয়েছে বেন স্টোকস বাহিনী। লজ্জাজনক হারের পর বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠেছে।

পাক দলপতি অবশ্য জানিয়ে দিলেন নেতৃত্ব ছাড়ার কোনো ভাবনা তাঁর নেই। সিরিজ হারের পর সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে বাবরের ভাবনা জানতে চাওয়া হয়েছিল।

উত্তরে বাবর বলেন, ‘অধিনায়কত্ব করাটা আমার কাছে গর্বের বিষয়। আমার দেশের জন্য যেটা ভালো হবে, আমি সেটাই করব। আমার নিজের জন্যেও সেটা করব। আমি যখন চাপের মধ্যে থাকি তখন এটা (অধিনায়কত্ব) বেশি উপভোগ করি।

চাপ আমার ব্যাটিংয়ের উপর প্রভাব ফেলতে পারে না।  ইংলিশদের বিপক্ষে সিরিজ হারের প্রসঙ্গে বাবর বলেন, ‘এই সিরিজে আমরা মানিয়ে নিতে পারিনি। আমার কাছে পাকিস্তান প্রথমে তারপর সবকিছু।

অধিনায়ক হিসেবে আমি বাকি ক্রিকেটারদেরকে রক্ষা করার চেষ্টা করি সব সময়। কোচেরা পরিকল্পনা দেন। মাঠে নেমে সেই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব আমাদের।

দুর্ভাগ্য যে, আমরা প্রথম সারির কয়েকজন পেসারকে এবার পাইনি। নতুনরা আমাদের পরিকল্পনা সঠিকভাবে কাজে লাগাতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *