Breaking News

গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা যেসব মিস করি অন্য দলগুলো এমনটা করে না: সাকিব

দ্বিতীয় টেস্টে ভারতের বিপক্ষে  জয়ের খুব কাছে গিয়েও হেরেছে বাংলাদেশ। মাত্র ১৪৫ রানের টার্গেট দিলেও ভারতকে চেপে ধরেছিল বাংলাদেশ। তবে শেষ দিকে শ্রেয়াস আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিনের ৭১ রানের অবিচ্ছেদ্য জুটিতে ৩ উইকেটের জয় পায় ভারত।

রবিচন্দ্রন অশ্বিনের গ্লাভসে লেগে বল শর্ট লেগে ক্যাচ উঠলেও সেটা লুফে নিতে ব্যর্থ হয় মুমিনুল হক। সেই ক্যাচ মিসের খেসারত দিতে হয় বাংলাদেশকে। ক্যাচ মিসে ম্যাচ হারায় হতাশা ঝড়লো অধিনায়ক সাকিবের কণ্ঠে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেন, ‘ক্যাচ মিস একটু তো হতাশাজনকই। কারণ এই মিসগুলো অনেক বড় পার্থক্য করে ফেলেছে। প্রথম ইনিংসে এগুলো না হলে ওদের রান হয়তো ৩১৪ না হয়ে ২৫০ হতে পারত।

দ্বিতীয় ইনিংসে অবশ্যই সুযোগ ছিল। কিন্তু এটাই ক্রিকেট। তবে একটু হতাশার, সাধারণত আমরা যেসব মস করি অন্য দলগুলো এসব মিস করে না। তবে ম্যাচ হারে কোন আক্ষেপ নেই জানিয়ে সাকিব আরও বলেন,

‘আক্ষেপ নেই কোনো। আমার মনে হয় আমরা পুরো টেস্টে লড়াই করে গেছি। এই মানসিকতা থাকলে আমার মনে সামনে ফল আমাদের পক্ষে আসবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *