Breaking News

গত বিশ্বকাপে স্পেনকে রুখে দেওয়া মরক্কোর সামনে এবার ইতিহাস গড়ার হাতছানি

১৯৮৬ সালে একবার বিশ্বকাপের শেষ ষোলোতে উঠেছিল মরক্কো। এবার নিয়ে উঠলো দ্বিতীয়বারের মতো। আজ
কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তারা মুখোমুখি হচ্ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের।

এবার কি ইতিহাস রচিত হবে? ফিফা র্যাংকিংয়ের হিসেব করলে স্পেন বেশ এগিয়ে। লা রোজাদের র্যাংকিং যেখানে ৬, মরক্কোর ২২। তবে মুখোমুখি পরিসংখ্যান হিসেব করে আগাম কিছু বলে দেওয়া খুব কঠিন।

দুই দলের দেখাই যে মেলে কালেভদ্রে। সেই ১৯৬১ সালে বিশ্বকাপের বাছাইয়ে প্রথম দেখা হয়েছিল দুই দলের। প্রথম ম্যাচে স্পেন ১-০তে জিতলেও ফিরতি লড়াইয়ে ঘাম ঝরে লা রোজাদের। লড়াই করে ৩-২ গোলে হারে মরক্কো।

সেই দলটির সঙ্গে ৫৭ বছর পর বিশ্বকাপের মূল মঞ্চে দেখা হয় মরক্কোর, ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে। এবার আর স্পেনকে জিততে দেয়নি মরক্কো। ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে আফ্রিকার দেশটি।

এবারের বিশ্বকাপেও এখন পর্যন্ত দারুণ খেলেছে মরক্কো।নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার মতো দলকে গোলশূন্য রুখে দিয়ে বিশ্বকাপ শুরু করে। পরের ম্যাচে ২-০ গোলে হারিয়ে দেয় আরেক জায়ান্ট বেলজিয়ামকে।

গ্রুপের শেষ ম্যাচে কানাডাকে হারায় ২-১ গোলে। এবার সামনে স্পেন।আরও একবার ইউরোপের পরাশক্তিদের চমকে দিতে পারবে মরক্কো? কোয়ার্টার ফাইনালে উঠে গড়তে পারবে নতুন ইতিহাস? উত্তরটা মিলবে আজ রাতেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *