Breaking News

ক্যাচ মিসের মহড়ায় দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের হার বাংলাদেশের

ক্যাচ মিসের মহড়ায় দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের হার বাংলাদেশের।  একের পর এক ক্যাচ মিস, আফগানিস্তান সুযোগ দিলেও বাংলাদেশ সেটা নিতে পারেনি। একের পর এক ক্যাচ মিসের ম্যাচে খেসারৎ দিতে হলো ম্যাচ হেরে।

টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তান বরাবরই ভয়ংকর নাম। ঢাকায় দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬১ রানের হারের পরও দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় দলটি। শেষ পর্যন্ত ১-১ সমতা এনে শেষ করেছে সিরিজ।




মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে মাত্র ১১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেটে অনায়াস জয় তুলে নিয়েছে সফরকারীরা। লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই হজরতউল্লাহ জাজাইকে ফেরাতে পারতেন নাসুম আহমেদ।

ওভারের চতুর্থ বলে ক্যাচ দিলে নাসুম নিতে পারেননি।দ্বিতীয় ওভারের তৃতীয় বলে রহমানউল্লাহ গুরবাজ ক্যাচ তুলে দেন শেখ মেহেদীর বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে। গুরবাজকে ৩ রানে ফেরানো গেলেও জীবন পাওয়া জাজাই উসমান গনিকে নিয়ে জুটি বাঁধেন ৯৯ রানের।




এতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।১২তম ওভারের পঞ্চম বলে দলীয় ৭৭ রানের মাথায় ৩৯ রান করা ওসমান গনির ক্যাচ মিস করেন মিড উইকেটে থাকা আফিফ হোসেন। ১৪তম ওভারের তৃতীয় বলের সময় আবারও সুযোগ আসে।

শেখ মেহেদীর বলে ৪৫ রানের মাথায় উসমান গনি ক্যাচ দিলেও হাত ফসকে যায় স্কয়ার লেগে থাকা নাঈম শেখের।১৬তম ওভারের প্রথম বলে মাহমুদউল্লাহ’র বলে শেখ মেহেদী ক্যাচ নিয়ে শেষ পর্যন্ত গনিকে ৪৭ (৪৮) বিদায় করা গেলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।




বাংলাদেশের ইনিংসে শেষদিকে ৫ বলে ৬* রান করে দলীয় সংগ্রহ ১১৫-তে নিয়ে যান মোস্তাফিজ। বল হাতে আফগানিস্তানের ওমরজাই ও ফারুকি ৩টি করে এবং নবি ও রশিদ ১টি করে উইকেট নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *