Breaking News

কোহলি আউট! তিন উইকেটে তুলে নিয়ে ভারতেকে চেপে ধরেছে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্ট মাঠে গড়ানোর আগে উইকেট নিয়ে দুই দলেরই মূল্যায়ন ছিল প্রচুর রান হবে। বোলারদের ভুগতে হবে। কিন্তু শুরুর দেড় ঘন্টাতেই পরিষ্কার হয়ে গেছে দিন যত গড়াবে স্পিনারদের দাপট তত বাড়বে। ইতোমধ্যে তিন উইকেট হারিয়েছে ভারত।

শুভমান, রাহুলের পর সাজঘরে ফিরেছেন বিরাট কোহলি। ২২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৫৫ রানে ব্যাট করছে ভারত। পূজারা ৪ রানে আছেন ক্রিজে। চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দলনেতা

লোকেশ রাহুল। বাংলাদেশ দলনায়ক সাকিব আল হাসানও জানান যে, টস জিতলে শুরুতে ব্যাট করার সিদ্ধান্তই নিতেন। এদিকে ভারতের ‘এ’ দলের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে চট্টগ্রাম টেস্টে অভিষেক হয়েছে জাকির হোসেনের।

দেশের ১০১তম টেস্ট ক্রিকেটার তিনি। একাদশে নেই মাহমুদুল হাসান জয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্টে দলে না থাকা মুমিনুল হকও নেই। ভারতের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে আছেন দুই পেসার। ভারতের মতো বাংলাদেশও নামছে তিন স্পিনার নিয়ে।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), জাকির হাসান, নাজমুল হোসেন, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।

ভারত একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *