Breaking News

ওয়েস্ট ইন্ডিজে ‘এ’ দলের হয়ে দারুণ ব্যাটিং করছেন সাইফ হাসান

ওয়েস্ট ইন্ডিজে ‘এ’ দলের হয়ে দারুণ ব্যাটিং করছেন সাইফ হাসান। বাংলাদেশ ‘এ’ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের দ্বিতীয় চারদিনের ম্যাচেও বাগড়া দিচ্ছে বৃষ্টি। ম্যাচের প্রথম দুই দিন বৃষ্টির পেটেই চলে গেছে ৯৬ ওভার মাঠে গড়াতে পেরেছে মাত্র ৮৪ ওভার।

এর মধ্যেই ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বোলার-ফিল্ডারদের খাটিয়ে মারছেন সাইফ হাসান। বারবার বৃষ্টিতে বাধাপ্রাপ্ত ম্যাচের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ৮৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান। ম্যাচের প্রথম দিন খেলা হয়েছিল মোটে ৩৪ ওভার।

যেখানে ১ উইকেট হারিয়ে ৬৯ রান করে মোহাম্মদ মিঠুনের দল। দ্বিতীয় দিন ৩৪ ওভার খেলে চার উইকেট হারিয়ে বাংলাদেশ ‘এ’ দল যোগ করেছে আরও ৮৮ রান। মাহমুদুল হাসান জয় ৪১ বলে ১৭ রান করে আউট হলে ইনিংসের ১৩তম ওভারে ব্যাটিংয়ে নামের সাইফ।

এরপর এখন পর্যন্ত আউট হননি তিনি। প্রায় পাঁচ ঘণ্টা ব্যাটিং করে ২১৭ বলে ছয় চার ও এক ছয়ের মারে ৬৩ রান করেছেন এ ডানহাতি টপঅর্ডার। এছাড়া বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম অনিক ১১৮ বলে করেছেন ২৫ রান।

দ্বিতীয় উইকেটে সাদমান ও সাইফ মিলে ২৭.২ ওভারে যোগ করেছেন মাত্র ৪৬ রান। যা বল কিংবা রানের হিসেবে এখন পর্যন্ত ইনিংসের সর্বোচ্চ।

মিডল অর্ডারের তিন ব্যাটার ফজলে রাব্বি মাহমুদ (১৪), মোহাম্মদ মিঠুন (১৪) ও জাকির হাসান (১৫) হতাশ করেছেন। দ্বিতীয় দিন শেষে ১৬ বলে ০ রান নিয়ে অপরাজিত রয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *