Breaking News

ওয়ার্নার-স্মিথকে অস্ট্রেলিয়ার দিলের অধিনায়ক করার বিপক্ষে ‘জনসন’

অ্যারন ফিঞ্চ ওয়ানকে ক্রিকেটকে বিদায় জানানোয় এই ফরম্যাটে নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারদের অনেকেই মনে করেন

ডেভিড ওয়ার্নারই ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত ব্যাক্তি। কিন্তু তাঁদের সঙ্গে একমত নন দেশটির সাবেক পেসার মিচেল জনসন।

সাবেক এই পেসার বলেন, ‘ওয়ানডেতে অস্ট্রেলিয়ার পরবর্তী অধিনায়ক হিসাবে গ্লেন ম্যাক্সওয়েল বা ক্যামেরন গ্রিনের কথা ভাবা যেতে পারে। ওরা ভালো অধিনায়ক হতে পারে। ট্রেভিস হেডও রয়েছে।

কিন্তু ওকে আরো ধারাবাহিকভাবে পারফরম্যান্স করতে হবে। ভবিষ্যতের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিৎ।  স্মিথ বা ওয়ার্নারকে না চাওয়ার কারণও জানিয়েছেন জনসন, ‘ওরা দুজনেই এখন ক্রিকেটজীবনের শেষ ভাগে রয়েছে।

আমাদের সামনের দিকে তাকানো উচিৎ। স্মিথ এবং ওয়ার্নার দুজনই অভিজ্ঞ। যে-ই অধিনায়ক হোক, তাকে ওরা গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারবে। এখন যেমন করছে।

তাছাড়া ওদের নেতৃত্ব দেওয়া হলে পুরনো বিতর্ক আবার সামনে আসতে পারে। ’ উল্লেখ্য, বল বিকৃতির ঘটনার সময় অধিনায়ক ছিলেন স্মিথ এবং সহ-অধিনায়ক ছিলেন ওয়ার্নার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *