Breaking News

এশিয়া কাপ লড়ায়ে মাঠে নামছে বাংলাদেশ-শ্রীলঙ্কা: এক নজরে পরিসংখ্যান ও সম্ভাব্য একাদশ

দুই দলের বাঁচামরার লড়াই। হারলেই বাদ, জিতলে সুপার ফোরে। একটি ম্যাচের ওপর ঝুলে আছে এখন বাংলাদেশ-শ্রীলঙ্কার ভাগ্য। নকআউটে পরিণত হওয়া লড়াইয়ে কে হাসবে শেষ হাসি? আজকের ম্যাচে কোন দল এগিয়ে? বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেশি নাকি শ্রীলঙ্কার?

টি-টোয়েন্টিতে দুই দলের সাম্প্রতিক যে পরিসংখ্যান, তাতে কাউকেই ‘ভালো’ বলার উপায় নেই। দুই দলের মধ্যে বরং কিছুটা মিল খুঁজে পাওয়া যেতে পারে। চলতি টুর্নামেন্টে উভয়েরই শুরু হয়েছে আফগানিস্তানের কাছে হার দিয়ে।

দুই দলেরই টি-টোয়েন্টিতে অবস্থা যাচ্ছেতাই। শ্রীলঙ্কা তাদের সর্বশেষ ১৪ টি-টোয়েন্টি ম্যাচের ১০টিতেই হেরেছে। বাংলাদেশ তো হেরেছে সর্বশেষ ১৬ টি-টোয়েন্টির মধ্যে ১৪টিতেই।

সর্বশেষ ৫ ম্যাচ হিসেবে আনলে দুই দলেরই হার চারটি করে, জয় একটি। মুখোমুখি লড়াইয়ে অবশ্য লঙ্কানরা এগিয়ে। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ১২ টি-টোয়েন্টির ৮টি জিতেছে তারা।

তবে শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক পরিসংখ্যানে আবার এগিয়ে টাইগাররা। লঙ্কানদের সঙ্গে সর্বশেষ তিন দেখায় দুটিতেই জিতেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ব্যবহৃত পিচে খেলা হবে।

তাই স্পিনাররা বাড়তি সাহায্য পেতে পারেন। সেক্ষেত্রে আজ তিন পেসার তত্ত্ব থেকে সরে আসতে পারে বাংলাদেশ। একাদশে ফেরানো হতে পারে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
মোহাম্মদ নাইম শেখ, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন,মোস্তাফিজুর রহমান/নাসুম আহমেদ।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ:
কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দানুশকা গুনাথিলাকা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, চামিকা করুনারত্নে, মাথিসা পাথিরানা, দিলশান মধুুশঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *