Breaking News

এশিয়া কাপে যাওয়ার আগে আগামী ২০ এবং ২২ আগস্ট দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা

এশিয়া কাপে যাওয়ার আগে আগামী ২০ এবং ২২ আগস্ট দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। আগেই জানা এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের অফিসিয়াল প্র্যাকটিস সেশন বা খন্ডকালীন ক্যাম্প হচ্ছে না। তবে ব্যক্তিগত পর্যায়ের অনুশীলন চলবে।

মূলত ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ে সফরে টানা অনুশীলন ও খেলার মধ্যে ছিলেন ক্রিকেটাররা। তারা যাতে এশিয়া কাপের মত বড় আসরের আগে একটু বিশ্রাম পান সেই জন্যই এবার প্র্যাকটিস ক্যাম্প বাদ দেওয়া হয়েছে।

তবে দেশ ছাড়ার আগে সাকিব-মুশফিক-রিয়াদরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন। এশিয়া কাপের আগে ম্যাচ পরিস্থিতিতে ক্রিকেটারদের ঝালিয়ে নেওয়ার জন্যই প্রস্তুতি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

সেটা গতকালই (রোববার) জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আজ জানা গেলো, সে গা গরমের ম্যাচ দুটির দিন তারিখ। জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে আগামী ২০ এবং ২২ আগস্ট শেরে বাংলায় দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

তার পরদিন অর্থাৎ ২৩ আগস্ট মঙ্গলবার জাতীয় দলের বহর আরব আমিরাতের দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে। মাত্র দুজন ওপেনারের সঙ্গে বাড়তি ওপেনার না নেয়া বিস্ময়ের জন্ম দিয়েছে।

এ নিয়ে নানা প্রশ্নও উঠেছে। তবে প্রধান নির্বাচক জাগো নিউজকে জানিয়েছেন, তারা বিকল্প ওপেনারের কথা ভাবছেন। মিডল অর্ডারে থাকা কাউকে দিয়ে ওপেন করানোর চিন্তাও আছে তাদের মাথায়।

টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও আজ সোমবার প্রায় সে কথাই বললেন। জাতীয় দলের এ থিংকট্যাঙ্ক জানালেন, এশিয়া কাপ স্কোয়াডে দুজন মাত্র স্পেশালিস্ট ওপেনার থাকলেও কিছু বিকল্পও আছে তাদের হাতে।

এ সম্পর্কে সুজন বলেন স্বীকৃত ওপেনার বিজয় ও ইমন। তবে অন্য অনেকেই আছে যারা লোকাল ক্রিকেটে ওপেনিং করেছে। মুশফিক হতে পারে, সাকিবও হতে পারে মিরাজও হতে পারে, শেখ মেহেদীও ওপেনার হতে পারে।

অনেকগুলো অপশন আছে আমাদের হাতে। শেষ পর্যন্ত এশিয়া কাপে সাকিব, মুশফিক, মিরাজ কিংবা শেখ মাহদিদের কাউকে ওপেন করতে দেখা গেলে অবাক হবার কিছুই থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *