Breaking News

এশিয়া কাপের প্রথম বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরকে ৮ রানে হারালো হংকং

প্রথম খেলায় বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় হংকংয়ের মুখোমুখি হয়েছিলো সিঙ্গাপুর। হংকং প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন কিঞ্চিৎ শাহ।

সিঙ্গাপুরের পক্ষে ২টি করে উইকেট নেন আমজাদ, প্রকাশ, পুরি। ১৪৯ রানের টার্গেটে খেলতে নেমে সিঙ্গাপুর নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪০ রান করতে সক্ষম হয় । ফলে ৮ রানে প্রথম জয় পায় হংকং।

সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় এ বছর টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। শ্রীলংকার অর্থনৈতিক সংকটের জন্য চলতি বছর টানা দ্বিতীয় বারের মত এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত।

টুর্নামেন্টে মূল পর্বের খেলা ২৭ তারিখ শুরু হলেও আজ থেকে শুরু হচ্ছে বাছাই পর্বের খেলা। টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়টা মোটেও ভাল যাচ্ছে না সিঙ্গাপুরের। নিজেদের শেষ পাঁচ খেলার একটিতে জয়ের মুখ দেখেনি তারা।

অপর দিকে হংকং নিজেদের শেষ পাঁচ খেলার দুইটিতে পেয়েছে জয়ের দেখা। যার মাঝে গত মাসে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে সিঙ্গাপুরকে সাত উইকেটের বড় ব্যবধানে হারোনোর অভিজ্ঞতা আছে হংকংয়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *