Breaking News

এশিয়ান অ-২০ ভলিবল চ্যাম্পিয়নশিপে চীনকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা ভারত-পাকিস্তান এশিয়া কাপ ক্রিকেট দেখায় যখন ব্যস্ত, ঠিক সেই মুহুর্তে বাহরাইন থেকে সুখবর দিয়েছেন ভলিবল খেলোয়াড়রা। এশিয়ান অ-২০ ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৩-২ সেটে চীনকে হারিয়ে পঞ্চম হয়েছে।

চীনকে হারিয়ে বাংলাদেশের খেলোয়াড়রা বেশ উচ্ছ্বসিত। বাহরাইনের মানামার ভলিবল ভেন্যুতে বেশ উল্লাস করেছে। দলের অন্যতম খেলোয়াড় তানভীর হোসেন তন্ময় প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এভাবে,

‘গতকাল কোরিয়ার বিপক্ষে হেরে আমরা সেমিফাইনাল খেলতে পারিনি। আজ শেষ ম্যাচে সবাই জিততে চেয়েছিল। চীনকে হারিয়ে আমরা পঞ্চম হয়েছি। আমরা সবাই অত্যন্ত খুশি।

এশিয়ান অ-২০ চ্যাম্পিয়নশিপের পঞ্চম হওয়া দারুণ সাফল্য বাংলাদেশের জন্য। আজ পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে বেশ প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে হয়েছিল।

প্রথম দুই সেট বাংলাদেশ ৩২-৩০, ২৫-১৯ পয়েন্টে জিতে এগিয়ে গিয়েছিল। পরের দুই সেট আবার চীন ২৩-২৫, ২২-২৫ পয়েন্টে জিতে সমতায় ফেরে। ফলে পঞ্চম সেটটি ম্যাচের ফলাফল নির্ধারণী হয়ে দাঁড়ায়।

যে জিতবে, সেই অধিকার করবে পঞ্চম স্থান। সেই সেট শেষে হাসি ফুটে বাংলাদেশের মুখেই। ১৫-১৩ পয়েন্টে জিতে টুর্নামেন্টে পঞ্চম স্থান অর্জন করে। বাংলাদেশ এর আগে কাতারকে হারিয়ে কোয়ার্টারে উঠেছিল।

গতকাল কোয়ার্টার ফাইনাল খেলায় কোরিয়ানদের কাছে সরাসরি ৩-০ সেটে হেরে যায় লাল সবুজের দল। সেই ম্যাচে বাংলাদেশ প্রথম সেটটায় হারে ২৫-১৫ তে।

দ্বিতীয় সেটে ব্যবধান ২৫-১৩। ঘুরে দাঁড়াতে পারেনি শেষ সেটেও। এর আগে টুর্নামেন্টের গ্রুপ পর্বে ইরাককে হারিয়ে শুরু করেছিল বাংলাদেশ। এরপর অস্ট্রেলিয়ার কাছে ৩-২ সেটে হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়।

তাতে প্রি-কোয়ার্টার ফাইনালে পায় অন্য গ্রুপে রানার্স আপ হওয়া কাতারকে। সেই ম্যাচে ৩-১ সেটে জিতে প্রথমবারের মতো এশিয়ান জুনিয়র ভলিবলের কোয়ার্টারে জায়গা করে নেয় বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *