Breaking News

এমন ধারাবাহিকতা রাখলে জাতীয় দলের ‘বিবেচনায়’ থাকবেন নাসির: প্রধান নির্বাচক নান্নু

এক সময় জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন নাসির হোসেন, মাঝে ছিলেন না কোথাও। এবারের বিপিএলে যেন নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন এই অলরাউন্ডার। ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক তিনি।

দল ততটা সফল না হলেও ব্যাট-বলের পারফরম্যান্সে উজ্জ্বল নাসির। ৫ ম্যাচ খেলে ৭১.৬৬ গড় ও ১২৭.২১ স্ট্রাইক রেটে তার ব্যাট থেকে এসেছে ২১৫ রান। নাসির ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সুযোগ পাবেন জাতীয় দলে,

এমনটা বলছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, ‘অনেক দিন পর এসে খেলছে, ভালো খেলছে। অকে আগে খেলতে দেন। স্টেবল হতে হবে। কারণ অনেকদিন পর এসে পারফর্ম করা

একটা বিরাট ব্যাপার একজন খেলোয়াড়ের জন্য। প্রত্যাবর্তন করেছে। ধারাবাহিকভাবে এই প্রক্রিয়ায় থাকলে অবশ্যই বিবেচনা করা হবে। এবারের বিপিএল কেমন দেখছেন এমন প্রশ্নের জবাবে চট্টগ্রামে নান্নু বলেন,.

‘এখন পর্যন্ত ভালো ক্রিকেট হয়েছে। রোমাঞ্চকর ক্রিকেট। বেশ কিছু পারফর্মার আমরা দেখেছি। অনেকজনই আছে, সব বিভাগেই দেখা হচ্ছে। প্রতিটা ম্যাচই পর্যবেক্ষণ করা হচ্ছে।

‘অনেকজনকেই দেখেছি। এই মুহূর্তে কারও নাম বলব না। কারণ ৮০ শতাংশ ম্যাচ না গেলে বলা মুশকিল। এখানে প্লেয়ারদের ভালো ইনভলভমেন্ট ও কমিটমেন্ট আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *