Breaking News

একফ্রেমে ১৬ অধিনায়ক, সাফল্য পেতে হলে কী করতে হবে জানালেন ‘সাকিব ‘

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল পা রেখেছে অস্ট্রেলিয়ায়। শুধু বাংলাদেশই নয় অংশগ্রহণকারী ১৬ দেশের দলও ইতোমধ্যে হাজির সেখানে।

কারণ বিশ্বকাপের পর্দা উঠতে এখন শুধু ঘণ্টার হিসাব চলছে। আগামীকাল সকাল ১০টায় শ্রীলংকা ও নামিবিয়ার মধ্য দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা।

তার একদিন আগেই হয়ে গেল ‘ক্যাপ্টেনস মিডিয়া ডে’ অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন ১৬ দলের ষোলজন অধিনায়ক।এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে এমনটি দেখা যায়নি।

যা ওয়ানডে বিশ্বকাপে নিয়মিতই রীতি। এবার আইসিসি সেই রীতিকে টেনে আনলেন টি-টোয়েন্টিতেও। শনিবার মেলবোর্নের প্লাজা বলরুমে স্থানীয় সময় ১২টায় শুরু হয় ‘ক্যাপ্টেনস মিডিয়া ডে’ অনুষ্ঠান।

ষোলো অধিনায়কের মিলনমেলার অবতারণা হয়। দুই ভাগে আট-আট ষোলজন অধিনায়ক আসেন ফটোসেশনে। প্রথমে আসেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলংকা, আফগানিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া ও আরব আমিরাতের অধিনায়করা।

দ্বিতীয় ধাপে আসেনে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান, ভারতের রোহিত শর্মা, পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান,

আয়ারল্যান্ডের অ্যান্ডি বলবার্নি স্কটল্যান্ডের রিচার্ড বেরিংটন, জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন।একে একে করে সবার বক্তব্য নেন সঞ্চালক।

নিজের বক্তব্য কালে অস্ট্রেলিয়াকে খোঁচা মারেন সাকিব। বাংলাদেশ অধিনায়ক জানান, ১৫ বছর ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও আজ অবধি অস্ট্রেলিয়ায় কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের।

অস্ট্রেলিয়া কখনও ডাকেনি টাইগারদের। এরইসঙ্গে দলের প্রস্তুতির কথাও জানান তিনি। সাকিব বলেন, ‘আমরা ভালোই প্রস্তুতি নিয়েছি। আমরা ক্রাইস্টচার্চে ছিলাম।

দুটি ভালো দলের বিপক্ষে আমরা চারটি ম্যাচ খেলেছি। তাই আমরা জানি, আমাদের কী করতে হবে। অস্ট্রেলিয়ায় আমাদের ভালো খেলতে হবে। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *