Breaking News

উইন্ডিজে সূর্যকুমারের ঝড়ো ব্যাটিংয়ে রেকর্ড গড়ে টি-টোয়েন্টি জিতলো ভারত

আগের দিনই বোলারদের নৈপুণ্যে দারুণ এক জয় পায় উইন্ডিজ। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। মঙ্গলবার পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১৬৫ রানের লক্ষ্য দিয়েও সূর্যকুমার যাদবের ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটের পরাজয় ক্যারিবীয়দের।

এই ম্যাচ জিতে ক্রিকেটের রেকর্ড বইয়ে নাম তুলেছে ভারত। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা বেশ জমে উঠেছে। প্রথম ম্যাচ জিতে সিরিজে লিড নিয়েছিল ভারত। পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ।

মঙ্গলবার রাতে সেন্ট কিটসের বেসেতেরেতে ফের এগিয়ে গেছে ভারত। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদবের ঝড়ো ব্যাটে তারা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ৭ উইকেট আর ১ ওভার হাতে রেখেই।

ওয়ার্নার পার্কে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কাইল মায়ার্সের হাফসেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে ১৬৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহই দাঁড় করায়।

মায়ার্স ৫০ বলে ৮ বাউন্ডারি আর ৪ ছক্কায় খেলেন ৭৩ রানের ইনিংস। এছাড়া ব্রেন্ডন কিং ২০ বলে ২০, নিকোলাস পুরান ২৩ বলে ২২, রভম্যান পাওয়েল ১৪ বলে ২৩ আর সিমরন হেটমায়ার ১২ বলে করেন ২০ রান।

জবাবে রোহিত শর্মা আহত হয়ে (৫ বলে ১১) ফিরলেও আরেক ওপেনার সূর্যকুমারের ব্যাটে সহজ জয়ের ভিত পেয়ে যায় ভারত। সূর্য ৪৪ বলে ৮ চার আর ৪ ছক্কায় খেলেন ৭৬ রানের ইনিংস।

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে থামেন সূর্যকুমার। ডমিনিক ড্রেকসের অফ স্টাম্পের বাইরের বল লেগ সাইডে খেলার চেষ্টায় ক্যাচ তুলে দেন তিনি। ততক্ষণে জয়ে কাছাকাছি পৌঁছে গেছে সফরকারীরা।

পরে পান্ডিয়া ৬ বলে ৪ রান করে ফিরে গেলেও জয় পেতে সমস্যা হয়নি ভারতের। রিশভ পান্ট ২৬ বলে ৩৩ ও দীপক হুদা ৭ বলে ১০ রানে অপরাজিত থেকে দলকে ৭ উইকেটে জয়ে এনে দিয়ে ড্রেসিংরুমে ফেরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *