Breaking News

উইন্ডিজে প্রথম টেস্ট হেরে যা বললেন ‘সাকিব’

উইন্ডিজে প্রথম টেস্ট হেরে সাকিব বললেন এমন হার আসলেই মেনে নেওয়ার মতো নয়। প্রথম ইনিংসে ১০৩ রানে গুটিয়ে যাওয়ার পরই মূলত অ্যান্টিগা টেস্ট থেকে ছিটকে পড়ে বাংলাদেশ দল।

নিজেদের দ্বিতীয় ইনিংসে অবশ্য প্রতিরোধ গড়েছিল সফরকারীরা। সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান আর মাহমুদুল হাসান জয় ছাড়া বাকিরা পরের ইনিংসেও ব্যর্থ।

ব্যাটসম্যানদের ব্যর্থতায় সিরিজের প্রথম টেস্টে উইন্ডিজের কাছে ৭ উইকেটে হেরেছে টাইগাররা। ম্যাচ হারের পর প্রেজেন্টেশন মঞ্চে নিজের হতাশা উগড়ে দেন অধিনায়ক সাকিব।

ক্ষুব্ধ কণ্ঠে সাকিব বলছিলেন, ‘এটা মেনে নেওয়ার মতো না। আর আমরা এখন এমন নিয়মিতই (কলাপ্স) করছি। টেস্টে গত ৪-৫ ম্যাচে এমন হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।

ব্যাটসম্যানদের রান করার পথ খুঁজতে হবে, উইকেটে টিকে থাকার উপায় খুঁজতে হবে। তাতে অন্তত টিকে থাকতে পারবেন।এই সহজ সমীকরণটা নিয়েই আমাদের কাজ করতে হবে, উন্নতি করতে হবে।

অ্যান্টিগায় টস হারে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। প্রথম সেশনেই হারিয়ে বসে ৬ উইকেট। সাকিব মনে করছেন, সেখানেই ম্যাচে ইতি লেখা হয়ে গেছে তাদের, ‘টস অনেক বড় ভূমিকা রেখেছে।

তবে এটা নিয়ে অভিযোগ করা যাবে না। টস আমাদের হাতে ছিল না। আমাদের এটা মেনে নিয়ে ভালো ব্যাটিং করতে হতো। উইকেট কঠিন ছিল ব্যাটিংয়ের জন্য।

তবে আমরা আরও ভালোভাবে প্রয়োগ ঘটাতে পারলে প্রথম সেশনে ৬ উইকেট হারাতাম না। ২ উইকেট হারালেও চলত। এই এক সেশনই আমাদের শেষ করে দিয়েছে।

পুরো ম্যাচেই আমরা ব্যাকফুটে ছিলাম। ব্যাটসম্যানদের দুষলেও বোলারদের প্রশংসার বন্যায় ভাসান সাকিব, ‘বোলিং নিয়ে আমার কোনো অসন্তোষ নেই। প্রত্যেক বোলার নিজেদের সর্বোচ্চটা দিয়েছে।

প্রতিদিন মাঠে এসে নিজেদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছে। তাই বোলিং নিয়ে কোনো অভিযোগ করব না। ব্যাটিংই আমাদের পিছিয়ে দিয়েছে। প্রথম টেস্ট ৭ উইকেটে হারের পর আগামী ২৪ জুন দ্বিতীয় ও শেষ টেস্টে ক্যারিবীয়দের মুখোমুখি হবে বাংলাদেশ দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *