Breaking News

ইংল্যান্ডের বিরুদ্ধে এক ম্যাচেই একাধিক রেকর্ড গড়লেন ‘জসপ্রীত বুমরাহ’

ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১১০ রানে গুটিয়ে গেছে স্বাগতিক ইংল্যান্ড। মূলত জসপ্রিত বুমরাহর বোলিংয়েই লণ্ডভণ্ড হয়ে গেছে ইংলিশদের ব্যাটিং লাইনআপ।

লন্ডনের কেনিংটন ওভালে টসে হেরে ব্যাট করতে নেমেই বুমরাহর তোপের মুখে পড়ে স্বাগতিকরা, ২৬ রানেই হারায় ৫ উইকেট। এরমধ্যে ৪টি উইকেটই ছিল বুমরাহর শিকার।

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে জীবনের সেরা বোলিং করলেন ভারতীয় পেসার যশপ্রীত বুমরাহ। প্রথম ভারতীয় বোলার হিসেবে ইংল্যান্ডের মাটিতে ৫০ ওভারের ক্রিকেটে ৬ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি।

মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় পায় ভারত। এদিন ম্যাচের প্রথম ১০ ওভারের মধ্যেই ৪টি উইকেট তুলে নেন বুমরাহ। ২০০২ সালের পর তৃতীয় ভারতীয় হিসেবে এই কৃতিত্ব দেখালেন তিনি।

ম্যাচের প্রথম ১০ ওভারে বুমরার চার শিকার হলেন জেসন রয়, জো রুট, জনি বেয়ারস্টো ও লিয়াম লিভিংস্টোন। ২০০৩ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে জাভাগল শ্রীনাথ ম্যাচের প্রথম ১০ ওভারেই ৪ উইকেট নেন।

দ্বিতীয় বোলার হিসেবে ভুবনেশ্বর কুমার শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৩ সালে এই কৃতিত্ব অর্জন করেন। বুমরাহ’র ১৯ রানে ৬ উইকেটও একদিনের ক্রিকেটে কোনো ভারতীয় বোলারের তৃতীয় সেরা পারফরম্যান্স।

২০১৪ সালে স্টুয়ার্ট বিনি বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ৪ রান খরচ করে ৬ উইকেট নেন। সেটাই একদিনের ক্রিকেটে কোনো ভারতীয় বোলারের সেরা পারফরম্যান্স।

দ্বিতীয় স্থানে রয়েছেন অনিল কুম্বলে। ১৯৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২ রান দিয়ে ৬ উইকেট নেন। মঙ্গলবার বুমরাহ দাপটে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় ১১০ রানে।

ভারতের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে এটাই ইংল্যান্ডের সব থেকে কম রানের ইনিংস। এর আগে ২০০৬ সালে ১২৫ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড।

এতদিন পর্যন্ত সেটাই ছিল ভারতের বিরুদ্ধে তাদের সর্বনিম্ন রানের ইনিংস। এদিন দুর্দান্ত বোলিং করেছেন মোহাম্মদ শামিও, ৩১ রান দিয়ে শিকার করেছেন তিন উইকেট। এছাড়া প্রশিদ্ধ কৃষ্ণা নেন একটি উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *