Breaking News

ইংল্যান্ডের বিপক্ষে নতুন এক ভয়ঙ্কর পেস বোলিং অলরাউন্ডারের অভিষেক হচ্ছে পাকিস্তানের জার্সিতে

আজ ইংল্যান্ডের বিপক্ষে নতুন এক ভয়ঙ্কর পেস বোলিং অলরাউন্ডারের অভিষেক হচ্ছে পাকিস্তানের জার্সিতে। এরি মধ্যে সাত ম্যাচের সিরিজে চার ম্যাচ শেষ হলো। লড়াইটা চলছে একদম সেয়ানে সেয়ানে। একবার পাকিস্তান জেতে তো আরেকবার ইংল্যান্ড।

এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ের সিরিজে এখন ২-২ সমতা। লাহোরে আজ (বুধবার) পঞ্চম টি-টোয়েন্টি। আজ যে দল জিতবে, তাদেরই শিরোপা জেতার সম্ভাবনা বেশি।

এমন গুরুত্বপূর্ণ এক ম্যাচে নতুন এক পেস বোলিং অলরাউন্ডার দিয়ে চমক দেখাতে যাচ্ছে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে আজ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে আমির জামালের।

২৬ বছর বয়সী এই অলরাউন্ডার ঘরোয়া টি-টোয়েন্টিতে পারফর্ম করেই জাতীয় দলে ডাক পেয়েছেন। টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১২টি। ৩২.৪২ গড়ে রান করেছেন ২২৭।

তবে তার আসল শক্তি স্ট্রাইকরেট। ঘরোয়াতে ১৭৮.৭৪ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন আমির। ১২ ম্যাচে ছক্কা মেরেছেন ৯টি। বল হাতেও পারফরম্যান্স দারুণ।

ডানহাতি এই পেসারের ১২ টি-টোয়েন্টিতে নামের পাশে ১৪ উইকেট। ২৭ রানে ৩ উইকেট সেরা বোলিং। এখন দেখা যাক, আন্তর্জাতিক আঙিনায় নিজেকে কতটা মেলে ধরতে পারেন এই তরুণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *