Breaking News

আমি যদি সেরাটা দিয়ে খেলতাম মেসি-রোনালদোর এতগুলো ব্যালন থাকতো না: বাল্লোতেল্লি

ফুটবল বিশ্বে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর অবদান অনস্বীকার্য। তারকা এই দুই ফুটবলার প্রায় সকল রেকর্ডই নিজেদের করে নিয়েছেন। ইতোমধ্যেই দুইজন মিলে জিতেছেন ১২ টি ব্যালন ডি’অর।

ফুটবল বিশ্বের অন্যতম সেরা দুই তারকাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে আবারও আলোচনায় ইতালিয়ান স্ট্রাইকার মারিও বাল্লোতেল্লি। ম্যানচেস্টার সিটি, লিভারপুলে খেলা এই স্ট্রাইকার মনে করেন,

তার ভুলের কারণেই এতগুলো ব্যালন জিততে পেরেছে মেসি ও রোনালদো। ফুটবল ক্যারিয়ারে নিজের সেরাটুকু কখনোই দিতে পারেননি বলেও জানান তিনি। ফুটবল মাঠে গোল করে যতটা না আলোচনায় ছিলেন তারও বেশি

আলোচনায় ছিলেন মাঠের বাইরের নানা ঘটনায়। মাথা গরম করার জন্য কুখ্যাতই এই ইতালিয়ান স্ট্রাইকার। প্রতিভাবান হলেও নিজের সামর্থ্যের সেরাটুকু কখনোই দেখাতে পারেননি তিনি।

বালোতেল্লির এজেন্ট ছিলেন প্রয়াত ইতালিয়ান সুপার এজেন্ট মিনো রাইওলা। ইতালিয়ান এই স্ট্রাইকারের দাবি, রাইওলা নাকি তাকে বলেছেন, মেসি-রোনালদোর এত ব্যালন জেতার পেছনে দায়ী বালোতেল্লির অপেশাদার আচরণ।

বালোতেল্লি বলেন, ‘রাইওলা আমাকে বলতো যে মেসি-রোনালদোর এতগুলো ব্যালন থাকতো না যদি আমি আমার সেরাটা দিয়ে খেলতাম। আমার মনে হয় সে ঠিকই বলতো, আমি কখনোই আমার সামর্থ্যের ২০ শতাংশের বেশি দিয়ে খেলিনি।’

৩২ বছর বয়সী এই স্ট্রাইকার বর্তমানে খেলছেন সুইজারল্যান্ডের ক্লাব সিওনের হয়ে। বর্তমানে জাতীয় দলের বাইরে থাকলেও ইতালি জাতীয় দলে পুনরায় ফেরার স্বপ্ন দেখেন এই স্ট্রাইকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *