Breaking News

আমরা দুর্ভাগ্যবশত জিম্বাবুয়ের কাছে সিরিজ হেরেছি: এনামুল হক বিজয়

আমরা দুর্ভাগ্যবশত জিম্বাবুয়ের কাছে সিরিজ হেরেছি এমনি এক আক্ষেপ করেন সাম্প্রতি ফর্মে থাকা ডান হাতি ওপেনার এনামুল হক বিজয়।পরিসংখ্যান শক্তিমত্তা বা মাঠের পারফরম্যান্স- সব দিক দিয়ে এগিয়ে থেকেই জিম্বাবুয়ে সফরে যায় বাংলাদেশ দল। তবে এবারের লড়াই কাগজ-কলমের হিসাবে সীমাবদ্ধ থাকেনি।

টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজটিও জিতে নিয়েছে স্বাগতিকরা। সেটিও ব্যাটে-বলে সমানে দাপট দেখিয়ে। তবুও জিম্বাবুয়ের বিপক্ষে এই দুই সিরিজ হারকে ‘দুর্ভাগ্যবশত’ হিসেবে আখ্যায়িত করছেন এনামুল হক বিজয়।

আজ শুক্রবার দেশে ফিরে বিমানবন্দরে সংবাদমাধ্যমকে বিজয় বলেন দুই বছরে ধরে ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিকভাবে আমরা খুব ভালো খেলছি। এটা (জিম্বাবুয়েতে হার) দুর্ভাগ্যবশত হয়ে গেছে।

বাংলাদেশ দল কিন্তু ওয়ানডেতে অনেক ভালো। আমরা বিশ্বাস করি- প্রক্রিয়া ঠিক রেখে সেরাটা দিয়ে খেললে যেকোনো দলের বিপক্ষে জেতা সম্ভব।

সঙ্গে যোগ করেন বিজয়, ‘প্রথম ম্যাচ হারার পর অবশ্যই অবাক হয়েছি। জিম্বাবুয়ের মাটিতে যেমন পারফরম্যান্সের প্রত্যাশা ছিল সে অনুযায়ী পারফর্ম করতে পারিনি। এটা অবশ্যই খারাপ লাগার বিষয় ছিল।

দ্বিতীয় ম্যাচে যখন দেখলাম একইভাবে ওরা এগোচ্ছে, আমরা নার্ভাস ছিলাম। এটা শুধুই এমন একটা সিরিজ যেখানে নিজেদের শতভাগ দিয়ে খেলতে পারিনি।

বাংলাদেশকে এবার নিজেদের ডেরায় পেয়ে টানা ১৯ ওয়ানডে হারের ক্ষত শুকিয়েছে জিম্বাবুয়ে। সঙ্গে ৯ বছর পর সিরিজ জয়ের স্বাদ পেয়েছে তারা। দেশে ফিরে বিজয়ের স্পষ্ট জবাব জিম্বাবুয়ের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে জেতাটা সহজ ছিল না।

বিজয় বললেন জিম্বাবুয়ের মাঠে তাদের বিপক্ষে জেতাটা আসলে সহজ ছিল না। এটা সত্যি ওরা ভালো ক্রিকেট খেলেছে। আমাদেরও ঘাটতি ছিল। দুটা মিলিয়েই আমরা হেরে গেছি।

অনেকদিন পর যেহেতু দলে এসেছি, চেষ্টা করেছি নিজের শতভাগ দেওয়ার। যতটুকু পেরেছি চেষ্টা করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার চেষ্টা করব। বাংলাদেশ দলকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *