Breaking News

আবুধাবির টি-টেন লিগে খেলবেন ‘মোস্তাফিজ’

আবুধাবির টি-টেন লিগের নাম লিখিয়েছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল; এ খবর জানা গিয়েছিল আগেই। এবার দশ ওভারের ক্রিকেটের এ টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে নাম লেখালেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

টুর্নামেন্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এ খবর। আগামী ২৬ সেপ্টেম্বর হবে আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। সেখানে দল পেলেই জানা যাবে কাদের জার্সি পরে মাঠ মাতাবেন মোস্তাফিজ।

অবশ্য এরপরও বাকি থাকবে বিসিবির অনাপত্তিপত্র। সেটি না পাওয়ায় ২০১৭ সালে প্রথম আসর খেলতে পারেননি মোস্তাফিজ। এবারের টি-টেন লিগের ড্রাফটে

মোস্তাফিজের থাকার বিষয়টি নিশ্চিত করে টি-টেন লিগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা হয়েছে, ‘ব্যাটসম্যানরা সাবধান! ডেভিড উইলি, দুশমন্থ চামিরা, মোস্তাফিজুর রহমান, তাবরাইজ শামসি ও টাইমাল মিলস সিজন ৬-র ড্রাফটে আছে।’

এর আগে ২০১৭ সালে টুর্নামেন্টের প্রথম আসরেই দল পেয়েছিলেন মোস্তাফিজসহ। বিসিবি সেবার মোস্তাফিজের ইনজুরি নিয়ে চিন্তিত থাকায় টি-টেন লিগ খেলার অনাপত্তিপত্র দেয়নি।

এবার ড্রাফটে দল পেলে ও বিসিবি অনাপত্তিপত্র দিলে প্রথমবারের মতো টি-টেন লিগে খেলবেন মোস্তাফিজ। মোস্তাফিজের মতো ২০১৭ সালের দল পেয়েছিলেন সাকিব-তামিমও।

তারা দুজনই বিসিবির অনাপত্তিপত্র নিয়ে খেলেন সেই আসরে। সেবার কেরালা কিংসের হয়ে চ্যাম্পিয়ন ট্রফির স্বাদ পান সাকিব। এবার তিনি খেলবেন বাংলা টাইগার্সের আইকন খেলোয়াড় হিসেবে। অন্যদিকে তামিম খেলেছিলেন পাখতুনসের হয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *