Breaking News

আট বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন ‘রনি তালুকদার’

বিপিএলে দুর্দান্ত খেলার পুরস্কার অবশেষে পেলেন বাংলাদেশের দুই ব্যাটার রনি তালুকদার এবং তৌহিদ হৃদয়ের। ইংল্যান্ডের বিপক্ষে শুধু দলে থাকাই নয়, এবার একাদশেও সুযোগ পেয়ে গেছেন তারা।

ইংল্যান্ডের বিপক্ষে আট বছর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাচ্ছেন ওপেনার রনি তালুকদার। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন তিনি। যে কারণে এবার আবারও জাতীয় দলের দরজা খুলতে পেরেছেন তিনি।

২০১৫ সালে অভিষেক হয়েছিলেন রনি তালুকদারের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে ওই ম্যাচে ২২ বলে ২১ রান করেছিলেন তিনি। এরপর আর জাতীয় দলে সুযোগ পাননি রনি।

অন্যদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে অসাধরাণ ব্যাটিং করেছিলেন তৌহিদ হৃদয়। যার পুরস্কার পেলেন তৌহিদ। সুযোগ পেয়ে গেলেন ইংল্যান্ডের বিপক্ষে একাদশে।

বাংলাদেশ একাদশ: রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ এবং মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার, ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলি, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, ঝোফরা আরচার, মার্ক উড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *