Breaking News

আইসিসি সুপার লিগে শীর্ষে বাংলাদেশ, দ্বিতীয় স্থানে আফগানিস্তান !

ভারত, পাকিস্থানেক পিছে ফেলে আইসিসি সুপার লিগে শীর্ষে বাংলাদেশ, দ্বিতীয় স্থানে উঠে এলো আফগানিস্তান। মোহাম্মদ নবির অলরাউন্ড পারফরম্যান্সে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে আফগানিস্তান।

সিরিজের আগের দুই ম্যাচেও দাপটের সঙ্গেই জয়ের মুখ দেখেছে আফগানরা। ৩-০ ব্যবধানে সিরিজ জয়ে ১০০ পয়েন্ট নিয়ে ওয়ার্ল্ড সুপার লিগের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আফগানিস্তান। সুপার লিগের পয়েন্ট টেবিলে এখন আফগানদের সামনে রয়েছে ১৮ ম্যাচ খেলে ১২০ পয়েন্ট পাওয়া বাংলাদেশ।

জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে টসে জিতে প্রথম স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আফগানিস্তান। তবে আগের দুই ম্যাচের ন্যায় এই ম্যাচেও ব্যাটিংয়ে জিম্বাবুয়ের ছন্নছাড়া রুপটাই প্রকাশ পেয়েছে।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৪.৫ ওভারে ১৩৫ তুলতে সমর্থ হয় তারা। স্বাগতিকদের পক্ষে ৭৭ বল খেলে দলীয় সর্বোচ্চ ৩৮ রান করেন সিকান্দার রাজা।

আফগান বোলারদের মাঝে রশিদ খান ৭.৫ ওভার বোলিং করে মাত্র ৩১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন,৮ পভার বোলিং করে মাত্র ২১ রান দিয়ে দুই উইকেট ঝুলিতে পুরেন মোহাম্মদ নবি।

১৩৬ রান তাড়া করতে নেমে মাত্র ৩০ রানের মাঝেই দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ (৭) এবং ইব্রাহিম জাদরানকে (৮) হারায় আফগানিস্তান।

তবে চারে নামা অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি (৩৮) এবং সাবেক অধিনায়ক মোহাম্মদ নবির (৩৪*) দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭৪ বল এবং ৪ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৬০ রান এবং দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটে স্বাগতিক জিম্বাবুয়েকে হারিয়েছিল আফগানিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *