Breaking News

আইসিসির মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন তালিকায় সবার শীর্ষে ‘রিজওয়ান’

আইসিসির মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন তালিকায় সবার শীর্ষে ‘রিজওয়ান’। আইসিসি মাসসেরা পুরুষ ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। এতে সেপ্টেম্বরে মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় আছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, ভারতের অক্ষর প্যাটেল ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।

অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন গত মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের একটি ম্যাচে অপরাজিত ৮৯ রান করেন। অপর ম্যাচে ঝড়ের গতিতে ২৫ রান করার পাশাপাশি ২টি উইকেট নেন।

পরে ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজেও দুর্দান্ত খেলেছেন গ্রিন। তার ৩০ বলে অপরাজিত ৬১ রানের ইনিংসে প্রথম ম্যাচে জেতে অস্ট্রেলিয়া, সিরিজে ৩৯.৩৩ গড়ে ১১৮ রান করে দলের সর্বোচ্চ রান-সংগ্রাহক হন এই অলরাউন্ডার।

অন্যদিকে পাকিস্তানকে এশিয়া কাপের ফাইনালে তুলতে ব্যাট হাতে মুখ্য ভূমিকা নেন রিজওয়ান। ফাইনাল খেলা পাকিস্তানের হয়ে তিনটি ফিফটি করেন ওই টুর্নামেন্টে।

এরপর ইংল্যান্ডের বিপক্ষে করেন আরো চারটি ফিফটি। সেপ্টেম্বরে ৬৯.১২ গড়ে ৫৫৩ রান করেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে ব্যাটসম্যানদের

রাজত্বের মাঝেও একতরফা দাপট দেখিয়েছেন ভারতের বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেল। সিরিজের হাই-স্কোরিং প্রথম ম্যাচে অক্ষর চার ওভারে মাত্র ১৭ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন।

বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টি-২০ ম্যাচে অক্ষর ২ ওভারে ১৩ রানের বিনিময়ে ২টি উইকেট তোলেন। সিরিজের শেষ টি-২০ ম্যাচে প্যাটেল ৩৩ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।

মোট ৮টি উইকেট নিয়ে অক্ষর সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন। পরে সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে তিনি ১৬ রানের বিনিময়ে ১টি উইকেট তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *