Breaking News

অস্ট্রেলিয়ার দলে সুযোগ পাওয়া সিঙ্গাপুরের ডেভিডের ১১০ মিটারের দানবীয় ছক্কা

অস্ট্রেলিয়ার মতো দলে সুযোগ পাওয়া, সেটাও আবার সিঙ্গাপুরের ব্যাটার হয়ে! বিশ্বকাপের ঠিক আগে টিম ডেভিডকে তো আর এমনি এমনি লুফে নেয়নি অসিরা। বড় শট খেলতে পারেন অনায়াসে, স্ট্রাইকরেটটা বরাবরই থাকে ঈর্ষণীয়।

এমন একজন ব্যাটারকে কে না দলে চাইবে! শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ৪২ রানের ঝোড়ো এক ইনিংস খেললেন টিম ডেভিড। স্ট্রাইকরেট ২১০!

এই ইনিংসে ৪টি চারের সঙ্গে ৩টি ছক্কা মারেন ডেভিড। যার মধ্যে একটি ছক্কা গিয়ে পড়েছিল ১১০ মিটার দূরে। যে ছক্কার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল।

ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডেভিড ওয়ার্নারের ৪১ বলে ৭৫ আর টিম ডেভিডের শেষের ঝড়েই ৭ উইকেটে ১৭৮ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল অস্ট্রেলিয়া।

জবাবে ৮ উইকেটে ১৪৭ রানেই থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ। হারে ৩১ রানের বড় ব্যবধানে। দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় অস্ট্রেলিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *