সাকিব তিনে ব্যাট করা মানেই বাংলাদেশ শক্তিশালী- ‘হার্শা ভোগলে’

ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের মতে সাকিব আল হাসান দলে থাকা মানে অধিনায়কের জন্য স্বস্তি। সাকিব দলে থাকা মানে বাকিদের জন্য সাহস। এরকম অসংখ্য কথা বিভিন্ন সময়েই শোনা যায় সেই তালিকায় নতুন সংযোজন বাংলাদেশ শক্তিশালী যখন সাকিব তিনে ব্যাট করে।

আর এই কথাটা বলেছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। সাকিবকে নিয়ে বিভিন্ন সময়েই প্রশংসা করতে দেখা গেছে ভোগলেকে। একবার বলেছিলেন পৃথিবীর কয়টা দল বলতে পারে তাদের সেরা পাঁচে ব্যাট করা একজন রোজ দশ ওভার বলও করে।

সাকিব এজন্যই বিশ্বমানের। সাকিব যে বিশ্বমানের খেলোয়াড় তা নিয়ে সন্দেহ নাই। একের পর এক রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন লিখে যাচ্ছেন। শুক্রবার প্রথম ওয়ানডেতে ফিফটির ফিফটি করেই যেমন ছুঁয়েছেন অনন্য এক রেকর্ড।

পৃথিবীতে সাকিবসহ মাত্র তিনজনের আছে ২৫০ উইকেট এবং পঞ্চাশটি ফিফটি। অন্য দুইজন হলেন সনথ জয়সুরিয়া এবং জ্যাক ক্যালিস। আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও সাউথ আফ্রিকা সিরিজ জেতার লক্ষেই মাঠে নামবেন বাংলাদেশ দল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *