শেষ দিনের অপেক্ষায় বাংলাদেশ শ্রীলঙ্কার টেস্ট । চট্টগ্রাম টেস্টে কাটলো ঘটনাবহুল দিন। আগের তিনদিনে যেখানে পড়েছিল মাত্র ১৩ উইকেট, সেখানে আজকের দিনে দুই দল মিলে ৮ উইকেট হারিয়ে বসেছে। যার ফলে নিশ্চিত ড্রয়ের দিকে এগোতে থাকা ম্যাচেও মিলছে ফলাফলের আভাস।
তবে সেটি অবশ্য জোর দিয়ে বলার সুযোগ নেই। ম্যাচের চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে করেছে ৩৯ রান। এখনও বাংলাদেশের চেয়ে ২৯ রানে পিছিয়ে রয়েছে তারা।
এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৪৬৫ রানে। যার সুবাদে প্রথম ইনিংসে মিলেছে ৬৮ রানের লিড। বৃহস্পতিবার শেষ দিন তিনটি ফলই সম্ভব। তবে আপাতদৃষ্টিতে বাংলাদেশই এগিয়ে থাকছে জয়ের দিকে।
দ্রুত লঙ্কানদের বাকি ৮ উইকেট তুলে নিতে পারলে পাওয়া যাবে ছোট লক্ষ্য। পরে সেটি তাড়া করতে পারলেই মিলবে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট জয়ের স্বাদ। সবকিছুই নির্ভর করছে শেষ দিনে বাংলাদেশের বোলিংয়ের ওপর।
আগেরদিনই সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। আজকের খেলায় মুশফিকুর রহিমও তিন অঙ্কে পৌঁছান। তবে সেঞ্চুরি ছোঁয়ার আগেই দেশের প্রথম টেস্ট ব্যাটার হিসেবে পাঁচ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন মুশফিক।
তামিম অবশ্য পারেননি। মাত্র ১৯ রান দূরে থাকতে আউট হয়েছেন তিনি। লিটন দাস সেঞ্চুরি মিস করেছেন মাত্র ১২ রানের জন্য।