Breaking News

ব্রেকিং নিউজ: এশিয়া কাপের আয়োজক হিসাবে থাকবে শ্রীলঙ্কা, খেলা হবে আমিরাতে

অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে এলো আনুষ্ঠানিক সিদ্ধান্ত। বিষয়টা পাঁচ দিন আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল অনেকটা। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। সংযুক্ত আরব আমিরাতেই হতে যাচ্ছে এশিয়া কাপ।

তবে তাই বলে শ্রীলঙ্কা তাদের আয়োজক স্বত্ত্ব হারাচ্ছে না। স্বাগতিক হিসেবেই লঙ্কানরা অংশ নেবে এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে। আজ বুধবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিষয়টি।

আগামী ২৭ আগস্ট থেকে শুরু হয়ে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছয় দলের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে আমিরাতের মাটিতে।এবারের এশিয়া কাপ ক্রিকেটের আয়োজক দেশ হিসেবে দায়িত্ব থাকছে শ্রীলঙ্কার কাঁধেই।

তবে খেলা তাদের দেশে হবে না। শ্রীলঙ্কার আয়োজনে এশিয়া কাপের খেলাগুলো হবে আরব আমিরাতের মাঠে। বুধবার রাতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে এ খবর।

এসিসির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত হবে টি-টোয়েন্টি ফরম্যাটের এই এশিয়া কাপ। শ্রীলঙ্কার সাম্প্রতিক সংকটময় অবস্থা কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না।

উল্টো ক্রমেই খারাপের দিকে যাচ্ছে দেশটির অবস্থা। বিশেষ করে জ্বালানি তেলের সংকটে কঠিনভাবে ভুগছে তারা। এছাড়া নেতৃত্বের পালাবদলেও ঠিক স্থিতিশীল হতে পারছে না দেশটি।

তাই সবকিছু বিবেচনা করেই শ্রীলঙ্কাকে আয়োজক রেখে আরব আমিরাতের মাঠে এশিয়া কাপ খেলানো হবে এবার। যার ফলে পাঁচ বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো আমিরাতে হবে এশিয়া কাপের খেলা।

এর ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটের সবশেষ এশিয়া কাপও হয়েছিল আমিরাতে। এর আগে গেল বৃহস্পতিবার বিসিসিআইয়ের কাউন্সিল সভার পরই ভেন্যু সরে যাওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি।

বলেন এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। কারণ সেটাই একমাত্র জায়গা যেখানে বৃষ্টি হবে না। শ্রীলঙ্কার আয়োজন অনিশ্চিত হয়ে যাওয়ার পর থেকে গুঞ্জন ছিল বাংলাদেশ বা ভারতের কোথাও এবারের আসর আয়োজনের। তবে সৌরভের কথাতেই পরিষ্কার হয়ে যায়, বৃষ্টির কারণেই সেটা হচ্ছে না আর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *