Breaking News

বিস্ফোরক মন্তব্য ‘ডমিঙ্গোর’ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সংস্কৃতির অভাব !

হঠাৎ এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন ‘ডমিঙ্গোর’ তার ধারনা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সংস্কৃতির অভাব আছে এখনো।উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে রীতিমতো বিস্ফোরক এক মন্তব্য করেছেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো।

টাইগারদের দক্ষিণ আফ্রিকান কোচের অভিযোগ, বাংলাদেশ টেস্ট দলের সংস্কৃতি যেখানে থাকা উচিত সেখানে নেই। সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘উইন্ডিজের টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাস ও সংস্কৃতি আছে।

৮০-৯০ সালের এর দিকে ওরা বিশ্বের সেরা টেস্ট দল ছিল। ওরা জানে কিভাবে টেস্ট খেলতে হবে। ওদের আইকনিক ক্রিকেটার আছে টেস্ট ক্রিকেটের জন্য। যতদিন আমাদের ওই রকম ক্রিকেটার, ওই রকম সিরিজ জয় পাব না।

আমাদের টেস্ট সংস্কৃতি যেখানে থাকা উচিত সেখানে নেই। সঙ্গে যোগ করেন ডমিঙ্গো, ‘টেস্ট দলের অনেক দূর যাওয়া বাকি। মৌলিক জিনিস, টেস্ট ম্যাচ খেলার ইচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ দিক।

অন্য দলগুলো থেকে আমরা অনেক পিছিয়ে কারণ, আমাদের টেস্ট ম্যাচ সংস্কৃতি সেখানে নেই যেখানে থাকা উচিত। ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে সীমিত ওভারের দুই ফরম্যাট তুলনায় টেস্টে ঢের পিছিয়ে বাংলাদেশ দল।

মাউন্ট মঙ্গানুই জয় এক পাশে রাখলে সম্প্রতি সাদা পোশাকে দলের পারফরম্যান্স সুখকর নয়, একেবারে মলিন। অনের চেষ্টার পরেও লাভ হচ্ছে না!

উইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষ হলে আগামী প্রায় ৫ মাসের মতো সাদা পোশাকে কোনো সিরিজ নেই বাংলাদেশ দলের। নভেম্বরে শেষভাগে ৩টি ওয়ানডের সঙ্গে ২টি টেস্ট খেলতে আসবে ভারত।

মাঝে এমন দীর্ঘ বিরতি দিয়ে বিরাট কোহলি, রোহিত শর্মাদের প্রতাপশালী দলের বিপক্ষে টেস্ট খেলতে নামা সহজ নয় মোটেও। তিন ফরম্যাটের মধ্যে যারা শুধু টেস্ট খেলেন, তাদের জন্য কাজটা কঠিন।

এর মধ্যে ঘরোয়া লিগেও প্রথম শ্রেণির কোনো টুর্নামেন্ট নেই। ডমিঙ্গো সেই প্রসঙ্গে টেনে বললেন, ‘টেস্ট ক্রিকেটারদের মনিটরিং করা খুব গুরুত্বপূর্ণ। মুমিনুল হয়তো আগামী চার-পাঁচ মাসের জন্য খেলার বাইরে চলে যাবে।

আমাদের পরের টেস্ট সিরিজ মনে হয় ভারতের বিপক্ষে। এই সময়টা আমরা অনেক সাদা বলের ক্রিকেট খেলব। খালেদের কী হবে? এবাদতের কী হবে? তাইজুলের কী হবে আগামী চার-পাঁচ মাস? ভারতের বিপক্ষে টেস্ট তো সহজ হবে না।

ওরা কি ঘরোয়া ক্রিকেট খেলবে? যারা প্রক্রিয়ার মধ্যে থাকবে না, তাদের দেখাশোনা করতে হবে। টানা হলে দেখা জাবে ক্রিকেট থেকে অনেকটায় অচেনা হয়ে জাবে ওরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *