Breaking News

ফের কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা !

২০২১ সালের জুলাইয়ে ব্রাজিলে হওয়া কোপা আমেরিকার ফাইনালে লড়েছিল দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। শ্বাসরুদ্ধকর ম্যাচটি ১-০ গোলে জিতে দীর্ঘ ২৮ বছরের শিরোপাখরা কাটিয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা।

মারাকানায় রচিত হয়েছিল ব্রাজিলের বেদনাকাব্য। বছর ঘুরে চলছে আরেকটি জুলাই মাস। এবারও সম্ভাবনা দেখা দিয়েছে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি লড়াইয়ের। তবে এটি নারী কোপা আমেরিকা।

যেখানে এরই মধ্যে সেমিফাইনালে উঠে গেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। নিজ নিজ সেমি জিতলেই ফাইনালে মুখোমুখি হবে এ দুই দল। কলম্বিয়ায় গত ৯ জুলাই শুরু হওয়া এ টুর্নামেন্টে একই গ্রুপে ছিল ব্রাজিল-আর্জেন্টিনা।

শুরু থেকেই অপ্রতিরোধ্য ফুটবল খেলতে থাকা ব্রাজিল গ্রুপ পর্বের চার ম্যাচের সবকয়টি জিতে হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। আর্জেন্টিনাকে ৪-০ গোলে হারিয়েই যাত্রা শুরু করেছিল তারা।

সবমিলিয়ে চার ম্যাচে করেছে ১৭টি গোল। বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ‘এ’ গ্রুপে চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে প্যারাগুয়ে।

এই চার ম্যাচে তারা করেছে নয় গোল, বিপরীতে হজমও করেছে সাতটি গোল। স্বাগতিক কলম্বিয়ার কাছে তাদের হার ৪-২ গোলের ব্যবধানে। অন্যদিকে ব্রাজিলের কাছে চার গোলে হেরে যাত্রা শুরু হয়েছিল আর্জেন্টিনার।

তবে ঘুরে দাঁড়িয়ে পরের তিন ম্যাচ জিতে সেমির টিকিট নিশ্চিত করেছে লা আলবিসেলেস্তেরা। এই তিন ম্যাচে তারা পেরুকে ৪-০, উরুগুয়েকে ৫-০ ও ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে।

আসরের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টায় স্বাগতিক কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপে চার ম্যাচের সবকয়টি জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়া।

এই চার ম্যাচে তারা গোল করেছে ১৩টি, হজম করেছে মাত্র তিনটি। আর্জেন্টিনার সামনে তাই কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে।

এ দুই সেমিফাইনালে যদি জয়ের দেখা পায়, তাহলে ৩১ জুলাইয়ের ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। অবশ্য দুই দলই যদি হেরে যায়, তাহলে ৩০ জুলাইয়ের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লড়তে হবে এ দুই চির প্রতিদ্বন্দ্বী দেশকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *