ভেন্যু বদলের সাথে সাথে যেন ভাগ্যও বদলেছে বাংলাদেশের। রাজশাহী রাজ কপাল হয়েই দেখা দিল জুনিয়র টাইগারদের। চট্টগ্রামে একমাত্র চারদিনের ম্যাচ হারের পর প্রথম দুই ওয়ানডেতেও হেরেছিল যুবারা,
তবে রাজশাহীতে বৃহস্পতিবার তৃতীয় ওয়ানডেতে ৪ উইকেটে জয় তুলে নিয়েছে জুনিয়র টাইগাররা। শহীদ এইচএম কামরুজ্জামান স্টেডিয়ামে এ দিন আগে ব্যাট করা পাকিস্তান অলআউট হয় ১৫৪ রানে।
বল হাতে ৩টি করে উইকেট নেন রোহানাতুল্লাহ ও ইকবাল হাসান। জবাবে কিছুটা খেই হারালেও ২৬ ওভারেই লক্ষ্য পৌঁছে যায় স্বাগতিকরা। আদিল বিন সিদ্দিক করেন ৩৬ রান।
আরেক ওপেনার মাজহারুল ইসলামকে সাথে নিয়ে উদ্বোধনী জুটিতেই আদিল বিন সিদ্দিক তুলে ফেলে ৫৯ রান। ৩৪ বলে ৩৬ রান করা আদিল আউট হলে ভাঙে জুটি। ৬ বলের ব্যবধানে আউট হন মাজহারুলও।
তার ব্যাটে আসে ২৫ বলে ২১ রান। ৩ নম্বরে নেমে জিসান আলমের ব্যাটে আসে ১৯ বলে ২৪ রান। মাঝে অবশ্য ব্যর্থ আরিফুল ইসলাম ও অধিনায়ক আহরার আমিন আউট হন যথাক্রমে ১২ ও ৭ রান করে। ৯৫ রানে ৪ উইকেট হারানোর
পর কিছুটা শঙ্কা জাগলেও তা কেঁটে গেছে সময়ের সাথে সাথে। শিহাব জেমসের ২৫ বলে ২৭ ও শেষ দিকে দুই ওপরাজিত ব্যাটার মাহফুজুর রাব্বি এবং পারভিজ জীবনের ব্যাটে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
রাব্বি ৮ ও জীবন ১৩ রানে অপরাজিত ছিলেন। পাকিস্তানের আইমাল খান নেন ২ উইকেট।