Breaking News

দ্রুত উইকেটের আশায় বাংলাদেশ, যে কারনে অনেক দূর পিছিয়ে ‘শ্রীলঙ্কা’

বাংলাদেশর কাছে মনে হচ্ছে ‘শ্রীলঙ্কা’ অনেক দূর পিছিয়ে দ্রুত উইকেটের আশায় মাঠে নামবে তারা। টপঅর্ডারের ভয়াবহ ব্যর্থতায় মাত্র ২৪ রানে ৫ উইকেট পড়ার পরও প্রথম ইনিংসে ইতিহাস গড়ে ৩৬৫ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ দল।

জবাবে দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ১৪৩ রান করেছে শ্রীলঙ্কা। স্বাগতিকদের ছাড়িয়ে যেতে লঙ্কানদের প্রয়োজন আরও ২২২ রান। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে লঙ্কানদের দুই উইকেট তুলে নিয়ে এখন সকালের অপেক্ষায় বাংলাদেশ দল।

উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের মতে এখনও অনেক দূর পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা। বুধবার সকালে দ্রুত উইকেট নিতে পারলেই ম্যাচের নিয়ন্ত্রণ হাতে চলে আসবে বলে বিশ্বাস তার।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে লিটন বলেছেন, ‘এখনও তারা অনেক দূর পিছিয়ে আছে। মিরপুরের উইকেট এমন যে, দ্রুত এক-দুই উইকেট নিলে অনেকখানি সুযোগ থাকবে। প্রথম ইনিংস অনেক গুরুত্বপূর্ণ এখানে।

ওরা যদি আমাদের স্কোরের কাছাকাছি বা ওপরে চলে যায় তাহলে আমরা পিছিয়ে যাবো। যতখানি লিড নেওয়া যায়, এগিয়ে থাকা যায় এটা আমাদের জন্য ভালো।’

একইভাবে তৃতীয় দিনের সকালের সেশনের অপেক্ষায় শ্রীলঙ্কা দলও। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৫ উইকেট নেওয়া লঙ্কান পেসার কাসুন রাজিথা।

তবু মাত্র ২৪ রানে ৫ উইকেটের পর বাংলাদেশের অমন প্রত্যাবর্তনে হতাশ এ ডানহাতি পেসার। এখন ম্যাচটি বুধবারের সকালের ওপর নির্ভর করছে জানিয়ে রাজিথা বলেন, ‘মাত্র ২৪ রানে ৫ উইকেট পড়ার পর এটি (বাংলাদেশের ৩৬৫ রান) আমার ও দলের জন্য হতাশাজনক।

তবে তারা অমন শুরুর পর ভালো ব্যাটিং করেছে। এটি ভালো একটি ম্যাচ হতে চলেছে। এখন সবকিছু আগামীকালের ওপর নির্ভর করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *