Breaking News

দ্বিতীয় টেস্টে সুযোগ পেতে যাচ্ছেন এনামুল হক বিজয়, বাদ পরবে কে ?

দীর্ঘদিন ধরেই বাংলাদেশের বিশেষ করে টেস্টে ওপেনিংয়ে ভাল একদমি ভাল করতে পারছে তেমন কেউই। বিশেষ করে  নাজমুল হোসেন শান্ত শেষ ৬ ইনিংসে তার রান হচ্ছে এমন; ৭, ১, ৮, ২, ০, ১৭।

অ্যান্টিগায় প্রথম ইনিংসে শূন্য, দ্বিতীয় ইনিংসে ১৭ রান করে আউট হয়েছেন এ তরুণ বাঁহাতি ব্যাটার। শেষ কবে রান করেছিলেন অনেকি হইতো ভুলেই গেছেন।

অন্য প্রান্তে মমিনুল একদমিই অচেনা একজন মানুষ তার সর্বশেষ ৯ ইনিংসে রান  ০, ২, ৬, ৫, ২, ৯, ০, ০, ৪ এটি থেকে বোঝার অপাই নেই আসলেই এটি মমিনুলের রানের সংখা। টেস্ট বিশেষজ্ঞ এই বাঁহাতি ব্যাটার যেন রান করতেই ভুলে গেছেন।

এরি মধ্যে দীর্ঘদিন পর ওয়ানডে ও টি ২০ দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। ইয়াসির আলী রাব্বীর চোটের কারণে পরে টেস্ট দলেও নেওয়া হয়েছে তাকদ্বিধ। সিবির পাঠানো এক ভিডিওতে সোমবার এনামুল হক বলেন, ‘অনেকদিন পর টেস্ট দলের সঙ্গে যুক্ত হয়ে ভালো লাগছে।

চেষ্টা করব ভালোভাবে অনুশীলন করে দ্বিতীয় টেস্ট খেলতে। যদি সুযোগ পাই ভালো খেলার চেষ্টা করব। ২৪ জুন সেন্ট লুসিয়ায় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

দ্বিতীয় টেস্টে খেলার সুযোগ পেয়েও যেতে পারেন তিনি। তার আগে নেটে কোচিং স্টাফদের মন জয় করতে হবে তাকে। এনামুলের জায়গা হতে পারে তিন বা চারে।

এ দুই পজিশনে নাজমুল হোসেন ও মুমিনুল হক টানা ব্যর্থ। তাদের যে কোনো একজনের বদলে এনামুলকে পরীক্ষা করতে পারে টিম ম্যানেজমেন্ট। প্রথম টেস্টে হারের পর অধিনায়ক সাকিব আল হাসানও এমন ইঙ্গিত দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *