Breaking News

দ্বিতীয় টি-টুয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১৪৯ রানের লক্ষ্য দিলো ভারত

মাত্র ১৪৯ রানের লক্ষ্য দিলো ভারত। দ্বিতীয় ম্যাচেও এসে আরও যাচ্ছেতাই অবস্থা স্বাগতিক ভারতের। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার সামনে কেবল ১৪৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে পেরেছে তারা।

এর আগে প্রথম ম্যাচে ২১১ রানের পাহাড় সমান স্কোর দাঁড় করিয়ে দিয়েও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি রিশাভ পান্তের ভারত। তবে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে উল্টো চাপে পড়েছে দক্ষিণ আফ্রিকা।

মাত্র ২৯ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসেছে তারা। ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারের বোলিং তোপে একে একে ফিরে গেলেন রিজা হেন্ডরিক্স, ডোয়াইন প্রিটোরিয়াস এবং রাশি ফন ডার ডুসেন।

এ রিপোর্ট লেখার সময় দক্ষিণ আফ্রিকার রান ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৪ রান। ২১ বলে ২২ রান নিয়ে ব্যাট করছেন ওপেনার টেম্বা বাভুমা এবং ৬ বল খেলে ২ রানে ব্যাট করছেন হেনরিক্স ক্লাসেন।

এর আগে কটকের বারাবটি স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে প্রোটিয়া বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে স্বাগতিক ভারত।

সর্বোচ্চ ৪০ রান করেন স্রেয়াশ আয়ার। ২১ বলে ৩৪ রান করেন ইশান কিশান। শেষ দিকে দিনেশ কার্তিক ২১ বলে অপরাজিত ৩০ রান করার কারণে ভারতের একটা লড়াকু স্কোর দাঁড়ায় দক্ষিণ আফ্রিকার সামনে।

৯ বলে ১২ রান করেন হার্শাল প্যাটেল। অক্ষর প্যাটেল করেন ১১ বলে ১০ রান। হার্দিক পান্ডিয়া ১২ বল খেলে করেন ৯ রান। রিশাভ পান্ত আউট হন ৫ রান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *