Breaking News

দুর্দান্ত বোলংয়ে ২ উইকেট তাইজুলের ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে উইন্ডিজ: সর্বশেষ স্কোর

প্রায় ২৮ মাস পর ফিরে প্রথম বলেই উইকেট পেলেন তাইজুল নিলেন মাত্র ৪ রান খরচাই ২ উইকেট। অনেক দিন পর উইকেটের দেখা পেলেন মুস্তাফিজুর। শেষ ম্যাচে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ।

প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামছে সফরকারীরা। এই প্রতিবেদন লেখার আগে পর্যন্ত সর্বশেষ স্কোর;

সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ- ১৮/৩(৮ ওভার) (কিং ৮, ব্রুকস ৪,কার্টই ১* পুরান ১* ; তাইজুল ২/৪, মুস্তাফিজুর ১/৮ )

এর আগে শেষ ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে দুই দল শেষ ম্যাচটিতে মুখোমুখি হতে যাচ্ছে। এর আগে সিরিজের প্রথম দুটি ম্যাচে জয় তুলে নেওয়ায় ইতিমধ্যে বাংলাদেশের শিরোপা জয় নিশ্চিত হয়ে গেছে।

এখন টাইগারদের লক্ষ্য ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করা। ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেই ২০০৯ সালে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ।

তৃতীয় ম্যাচ তামিম ইকবাল বাহিনী জয় তুলে নিতে পারে তাহলে দীর্ঘ ১৩ বছর পর আবারো বিশ্বচ্যাম্পিয়নদের তাদের আঙ্গিনায় ধবল ধোলাই করতে পারবে দ্বিতীয় বারের মত।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ, ব্রেন্ডন কিং, শামাহ ব্রুকস, কেচি কার্টি, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, কিমো পল, আকেল হোসেন, গুড়াকেশ আলজারি জোসেফ এবং মোতি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং তাইজুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *