Breaking News

দিল্লীতে ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশি আসিফের রেকর্ড !

দিল্লীতে ঝড়ো ব্যাটিংয়ে রেকর্ড বাংলাদেশি আসিফের। ভারতের দিল্লিতে ‘খেলো বাংলাদেশ বনাম খেলো ইন্ডিয়া’ তিন দিনব্যাপী আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে অসামান্য কৃতিত্ব অর্জন করলেন টঙ্গীর মিনহাজুল আবেদীন আসিফ।

দিল্লির রোটাক হরিয়ানা স্টেডিয়ামে গত ৫-৭ জুন অনুষ্ঠিত খেলায় মাস্কো সাকিব ক্রিকেট একাডেমির ওপেনার মিনহাজুল আবেদীন আসিফ ম্যান অব দ্য ম্যাচ ও গেম চেঞ্জারের মেডেল অর্জন করেন।

শনিবার দেশে ফিরে ক্রিকেটার আসিফ জানান, খেলার প্রথম ম্যাচে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ২৪৯ রান এবং ইন্ডিয়া ১০ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে। এতে বাংলাদেশ ২৪ রানে জয়ী হয়।

এ ম্যাচে আসিফ দুর্দান্ত ব্যাটিংয়ের মাধ্যমে ১২টি ছক্কা এবং ৮টি চারসহ ৬০ বলে ১২৯ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন।

দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ দল হেরে গেলেও তৃতীয় ম্যাচে বাংলাদেশ ২ রানে জয়লাভ করে। এতে বাংলাদেশ টিম সিরিজ জেতার গৌরব অর্জন করে।

খেলো বাংলাদেশ দলকে পরিচালনা করেন খেলো বাংলাদেশের সাধারণ সম্পাদক শিশির সিকদার, পার্থ কিবরিয়া, মুক্তি খান ও ক্যাপ্টেন পারভেজ হাসান। ম্যাচসেরা ফিল্ডিং পুরস্কার পান সাব্বির আহমেদ ও মাহাবুবুল আলম।

এ ব্যাপারে মিনহাজুল আবেদীন আসিফ বলেন, বিদেশের মাটিতে টি-২০ ম্যাচে ভালো খেলতে পেরে আমাদের টিমসহ আমরা খুবই আনন্দিত। আমরা ক্রিকেট খেলার মাধ্যমে দেশের সম্মান বয়ে আনতে চাই।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে খেলো বাংলাদেশের সাধারণ সম্পাদক শিশির সিকদার বলেন, আসিফ ভারতের মাঠে আশাজাগানিয়া পারফরম্যান্স দেখিয়েছে।

প্রথমবার তাকে দেখে আমি বিশ্বাস করতে পারিনি যে, সে ব্যাটে-বলে সমন্বয় রেখে এত সুন্দর খেলা উপহার দিতে পারবে। জাতীয় দলে খেলতে পারলে সে আরও ভালো করবে বলে আমার বিশ্বাস।

প্রসঙ্গত, মিনহাজুল আবেদীন আসিফ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনের একমাত্র ছেলে। এর আগেও তিনি দেশের মাটিতে বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *