Breaking News

দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ উইকেট হারাল বাংলাদেশ:সর্বশেষ স্কর

এক  নজরে লাইভ স্কোরঃ

বাংলাদেশ (প্রথম ইনিংস): ৩৬৫/১০ (১১৬.২ ওভার) (মুশফিক ১৭৫*, লিটন ১৪১;  রাজিথা ৫/৬৪, আসিথা ৪/৯৩)

বাংলাদেশ ( দ্বিতীয় ইনিংস): ৬১/৫ (২৩ওভার) (সাকিব ০*, লিটন ১৩; রাজিথা ২/২৭, আসিথা ২/২১)

শ্রীলঙ্কা (প্রথম ইনিংস): ৫০৬/১০ (১৬৫.১ওভার) (করুনারত্নে ৮০, ওশাদা ৫৭, ধনাঞ্জয়া ৫৮, ম্যাথুস ১.৪৮*, চান্দিমাল ১২৪*)

প্রথম ইনিংসে ২৪ রানে হারিয়েছিল ৫ উইকেট। সেখান থেকে দলকে টেনে তোলেন মুশফিকুর রহিম আর লিটন দাস। এই দুজনের জোড়া সেঞ্চুরিতে ৩৬৫ রানের লড়াকু সংগ্রহ পায় টাইগাররা।

এবারও দৃশ্যপট প্রায় একইরকম। ২৩ রান তুলতেই ৪ ব্যাটার সাজঘরে। উইকেটে আছেন সেই মুশফিক-লিটন। তাদের কাঁধে গুরুদায়িত্ব। এবার কাজটা আরও কঠিন।

৪ উইকেটে ৩৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। মুশফিক ১৪ আর লিটন ১ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন। চোখ রাঙাচ্ছে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা।

এখনও ১০৭ রানে পিছিয়ে বাংলাদেশ। আজ ম্যাচের শেষ দিনে এই ১০৭ রান করে তবেই শ্রীলঙ্কার সামনে লক্ষ্য ছুড়ে দিতে পারবে স্বাগতিকরা।

সবার আগে তাই দরকার ইনিংস পরাজয় এড়ানো। মুশফিক-লিটন কি আরেকটি বড় জুটি গড়তে পারবেন? যদি তাদের কেউ একজন দ্রুত আউট হয়ে যান, তবে কী হবে?

আশার কথা হলো, প্রথম ইনিংসের বিপর্যয়ের চেয়ে একটু ভালো অবস্থানে আছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৪ রানের মধ্যে ৫ উইকেট হারিয়েছিল টাইগাররা, যেখানে ছিলেন সাকিব আল হাসানও।

এবার সাকিবের উইকেটটি হাতে আছে। প্রথম ইনিংসে শূন্যতে আউট হওয়া মোসাদ্দেক হোসেনও নিশ্চয়ই এতদিন পর টেস্ট দলে প্রত্যাবর্তনের সুযোগটা হেলায় নষ্ট করতে চাইবেন না।

তাই বাংলাদেশের সুযোগ আছে ইনিংস পরাজয় এড়িয়ে শ্রীলঙ্কাকে কঠিন একটা লক্ষ্য ছুড়ে দেওয়ার। সেক্ষেত্রে ড্র হওয়ার ভালো একটা সুযোগ থাকবে। তবে মিরপুরে পঞ্চম দিনের উইকেট, কেমন আচরণ করে সেটার ওপরও নির্ভর করছে অনেক কিছু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *