Breaking News

তামিমের নতুন ব্যাটিং পজিশনে কত নম্বরে খেলাবেন জানালেন সিডন্স

তামিমকে চার নম্বরে খেলাবেন? প্রায় দেড় দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩৭০টি ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। এর মধ্যে ব্যাটিং করেছেন ৪২৯ ইনিংসে। যেখানে ৪২৮ বারই ইনিংস সূচনা করেছেন তিনি।

একটিমাত্র ইনিংসে পাঁচ নম্বরে নামতে হয়েছে তামিমকে, সেটিও প্রতিপক্ষের দারুণ এক কৌশলগত সিদ্ধান্তের কারণে। সেই এক ম্যাচকে ব্যতিক্রম হিসেবে ধরে নেওয়াই স্বাভাবিক। অর্থাৎ পুরো ক্যারিয়ারজুড়ে ওপেনিংয়েই খেলেছেন তামিম।

তবে তিনি এখন নিচের দিকে নামলেও ভালো খেলতে পারবেন বলে বিশ্বাস বাংলাদেশ দলের ব্যাটিং জেমি সিডন্সের। তার মতে, বড় খেলোয়াড়রা ক্যারিয়ারের শেষ দিকে নিচের দিকে খেলে থাকেন।

শনিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে তামিমকে নিচের দিকে নামানোর বিষয়ে সিডন্স বলেছেন, ‘বেশিরভাগ দেশেই সিনিয়র ক্রিকেটাররা লম্বা সময় ওপেন করলে (একটু নিচে নামার) সুযোগটা পায়। একটু নিচে নামতে পারলে তামিমেরও ভালো লাগবে বলে আমার ধারণা।

তবে এখনই তামিমকে নিচের দিকে নামিয়ে দেওয়ার সুযোগ দেখছেন না সিডন্স। এর কারণ তামিমের যথাযথ ব্যাকআপ ওপেনার না থাকা। ঘরোয়া ক্রিকেট কিংবা ‘এ’ দল ও বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে কোনো ওপেনার ভালো করলে তখন তামিমকে নিচে নামানো যেতে পারে বলে আশা সিডন্সের।

তার ভাষ্য, ‘আগে আরেকজন ওপেনার খুঁজে বের করতে হবে! ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেনি বা ‘এ’ দল কিংবা টাইগার্সে- এমন কাউকে স্রেফ ওপরে ঠেলে দিতে পারি না। এটাই চ্যালেঞ্জ আমাদের জন্য। তামিমকে চারে নামাতে হলে আরেকজন ভালো ওপেনার লাগবে।

আমার মতে, চার নম্বরে সে দুর্দান্ত হবে। এসময় প্রশ্ন আসে লিটন দাসের ব্যাটিং পজিশন নিয়েও। বর্তমানে ছয়-সাত নম্বরে নেমে দুর্দান্ত ফর্মে রয়েছেন লিটন।

তাকে ছয়ে রাখাই ঠিক আছে জানিয়ে সিডন্স বলেছেন, ‘লিটন তো সবশেষ ম্যাচেও ছয়ে ব্যাট করলো? সাতে তো ব্যাট করছে না। সে শীর্ষ ছয়ে উঠে এসেছে, যা একদম ঠিক আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *