টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ১৬ ওভারের খেলা শুরু হবে ১ টা ১৫ মিনিটে। ,প্রবল বর্ষণ যাকে বলে, সেই মুষলধারা বৃষ্টি অবশ্য নেই ডমিনিকায়। থেমে থেমে হওয়া বৃষ্টির স্থায়িত্বও খুব বেশি নয়।
তবে ঘুরেফিরেই বাগড়া বসাচ্ছিল বৃষ্টি। তাতেই বিলম্বিত বাংলাদেশ বনাম উইন্ডিজের মধ্যকার ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
বাংলাদেশ সময় রাত ১১.৩০টায় খেলা শুরুর সময় থাকলেও ভেজা আউটফিল্ডের কারণে এখনো টস হয়নি। সে কারণে খেলার দৈর্ঘ্যও কমে এসেছে ৪ ওভার। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ১টা ১৫ মিনিটে।
টেস্ট সিরিজে শেষে টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ শুরুর আগে থেকে ডমিনিকায় হানা দিয়েছে বৃষ্টি। অনেকটা সময় ধরে বৃষ্টি হওয়ায় ভেজা আউটফিল্ডের কারণে টস হতে বিলম্ব হচ্ছে।
এদিকে বাংলাদেশ সময় সাড়ে ১১ টায় সময় আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণে গেলেও সুখবর মেলেনি। মাঠ নিয়ে সন্তুষ্ট হতে না পারায় সাড়ে ১২ টা সময় আবারও মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়াররা।
নতুন খবর বাংলাদেশ সময় ১২ টা ৪৫ মিনিটে টস হবে এবং খেলা শুরু হবে ১ টা ১৫ মিনিটে। বৃষ্টির কারণে অনেকটা সময় ভেস্তে যাওয়ায় প্রতি ইনিংস মাঠে গড়াবে ১৬ ওভারে।
এদিকে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের একাদশে রাখা হয়েছে ৩ স্পিনার ও ২ পেসার।
নিয়ম বলছিল, ম্যাচ শুরুর নির্ধারিত সময় থেকে পরবর্তী ৭০ মিনিটের মধ্যে খেলা শুরু করা না গেলে ম্যাচ যাবে কার্টেল ওভারে। সেটাই হয়েছে আজ রোববার। নির্ধারিত সময়ের ১০৫ মিনিট পর খেলা শুরু হওয়ার কারণে খেলার দৈর্ঘ্য কমে গেছে ৪ ওভার করে।
পাওয়ারপ্লেতেও ওভার কমে গেছে একটি। উইন্ডসর পার্কের ভেজা আউটফিল্ডের কারণে অসন্তুষ্টিটা সৃষ্টি হয়েছে বোলিং মার্ক নিয়ে। সেই জায়গাটা এখনো শুকায়নি। সে কারণে এখনো দুই অধিনায়ক টসেও নামতে পারেননি। সে কারণে ম্যাচ শুরুতেও দেরি হচ্ছে বেশ।