Breaking News

কক্সবাজারে নারী পর্যটকদের জন্য আলাদা করে জোন হচ্ছে, প্রশাসন !

সাম্প্রতি কক্সবাজারে নারি পর্যটকের ঝামেলাকে কেন্দ্র করে নারীদের জন্য আলাদা করে প্রশাসনিক নিরাপত্তার কথা ভাবছে প্রশাসন ।কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের জন্য আলাদা একটি এলাকা সংরক্ষিত করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।মো. আবু সুফিয়ান জানান, নারী পর্যটক কিংবা যারা পর্দানশীল নারী রয়েছেন, তাদের জন্য আলাদা জোন করা হচ্ছে। ওই এলাকা ১০০ থেকে ১৫০ ফুটের মতো হতে পারে বলে উল্লেখ করেছেন তিনি।শিগগরই চালু হতে যাওয়া এই জোনে যে কেউ স্বেচ্ছায় গিয়ে পানিতে নামতে পারবেন। সৈকতে নারীদের জন্য আলাদা ড্রেসিং রুম ও লকার রুম করা হচ্ছে। এছাড়া সৈকতে যারা কাজ করেন, তাদের বড় একটি অংশে নারীদের নিয়োগ দেয়া হয়েছে।

পর্যটন এলাকা নারীবান্ধব করার জন্য এমন উদ্যোগ বলে জানা গেছে। ট্যুরিস্ট পুলিশের মধ্যেও নারী পুলিশ রয়েছেন।প্রসঙ্গত, সম্প্রতি কক্সবাজারের পর্যটন খাত নেতিবাচক শিরোনামে বেশ আলোচনায় এসেছে। তাই এই এলাকাকে আরও পর্যটনবান্ধব করতে চেষ্টা করছে সংশ্লিষ্টরা। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান জানিয়েছেন, নারী পর্যটককে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হোটেল ম্য্যনেজার রিয়াজুদ্দিনকে এই মামলার তদন্তের জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাই তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। মামলাটির তদন্ত গুরুত্ব সহকারে করা হচ্ছে। ধর্ষণের ঘটনায় শনাক্ত মূল আসামি আশিক, বাবু ও জয়সহ আরও যারা জড়িত তাদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *