Breaking News

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, ১৮ স্কুলে পাস করেনি কোনো শিক্ষার্থী !

আজ বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে । প্রধানমন্ত্রীর কাছে এ ফল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় ।

এসএসসিতে সারা দেশে পাসের হার ৯৩.৫৮%
সারা দেশে জিপিএ ৫ পেয়েছে ১,৮৩,৩৪০ জন
মাদরাসায় পাসের হার ৯৩.২২, জিপিএ-৫ পেয়েছে ১৪,৩১৩ ।
কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮.৪৯।
ঢাকায় পাসের হার ৯৩.১৫, জিপিএ-৫ পেয়েছে ৪৯,৫৩০ জন।
চট্টগ্রামে পাসের হার ৯১.১২, জিপিএ-৫ পেয়েছে ১২,৭৯১ জন।
যশোরে পাসের হার ৯৩.০৯, জিপিএ ৫ পেয়েছে ১৬,৪৬১ জন।
সিলেটে পাসের হার ৯৬.৭৮, জিপিএ-৫ পেয়েছে ৪৮৩৪ জন।
কুমিল্লায় পাসের হার ৯৬.২৭, জিপিএ-৫ পেয়েছে ১৪,৬২৬ জন।
বরিশালে পাসের হার ৯০.১৯, জিপিএ-৫ পেয়েছে ১০,২১৯ জন।
দিনাজপুরে পাসের হার ৯৪.৮ ; জিপিএ-৫ পেয়েছে ১৭,৫৭৮ জন।
রাজশাহীতে পাসের হার ৯৪.৭১, জিপিএ ৫ পেয়েছে ২৭,৭০৯ জন।
ময়মনসিংহে পাসের হার ৯৭.৫২, জিপিএ-৫ পেয়েছে ১০,০৯২ জন।

কিন্তু বরাবরের মত এবারও ১৮ স্কুলের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গত বছর ১০৪টি স্কুলে শতভাগ ফেল ছিল। সেই হিসেবে এবার এই সংখ্যা কমেছে ৮৬টি। অন্যদিকে এ বছর শতভাগ পাস করেছে ৫ হাজার ৪৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠান। গত বছর ৩ হাজার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই পাস করেছিল। সেই হিসেবে এ বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। এবার ৩ হাজার ৬৮৫টি কেন্দ্রের মাধ্যমে ২৯ হাজার ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। গতবার পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলে পাসের হার ৯৩.৫৮ শতাংশ। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ৯৪.০৮ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *