Breaking News

এমন ট্রু-উইকেটে অন্য দল হলেও দুইশ রান হতো: মুস্তাফিজ

এমন ট্রু-উইকেটে অন্য দল হলেও দুইশ রান হতো এমনি এক ব্যাখ্যা দিলেন মুস্তাফিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দলের হারের দায় বোলারদের দিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

কারণ মুস্তাফিজ-তাসকিনরা ২০ ওভারে দিয়েছেন ১৯৩ রান। তবে পেসার মুস্তাফিজ মনে করছেন, ট্রু উইকেটে অন্য দল হলেও রান দুইশ’ হতো। বোলারদের দায় মানছেন বাঁ-হাতি পেসার ফিজ।

কিছুটা বাজে বোলিং তো তারা করেছেনই। তবে এশিয়ার বাইরের উইকেটে রান একটু বেশিই হবে বলে মত তার। গায়ানায় সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচের আগের সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘এশিয়ার ও এশিয়ার বাইরের উইকেট ভিন্ন।

বাইরে ট্রু উইকেট থাকে। বাংলাদেশের মাঠে দেড়শ’ রান তোলা কঠিন। শ্রীলঙ্কা, আরব আমিরাত এমনকি কিছু কিছু ভারতের উইকেটেও রান হয় না। তবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডে দুইশ’ রানও নিরাপদ নয়।

সেটা মনে করিয়ে দিয়ে কাটার মাস্টার খ্যাত ফিজ বলেন, ‘এখানকার উইকেট ভালো। অন্য দল হলেও দুইশ’র কাছাকাছি রান হতো। বদলে যাওয়া পেস আক্রমণ বাংলাদেশের।

মুস্তাফিজ সাদা বলের ক্রিকেটে বরাবরই ভালো। তাসকিন ভালো করছেন। শরিফুল পেস আক্রমণে যোগ করেছেন নতুন মাত্রা। কিন্তু সকলেই রোভম্যান পাওয়েলের কাছে মার খেয়েছেন।

ফিজ জানিয়েছেন, একটু খারাপ করেছেন বলে তিনি খারাপ বোলার হয়ে যাননি। বাঁ-হাতি পেসার বলেন, ‘আমার দিক থেকে বোলিং ঠিক আছে বলে মনে করি। ক্যারিয়ার শুরুর পর অপারেশন হয়, এরপর এক-দেড় বছর ভালো যায়নি।

তবে শেখার তো শেষ নেই। চেষ্টা করছি আরও ভালো করার। ফিটনেস নিয়ে কাজ করছি। ভালো বোলারদের কাতারে যাওযার চেষ্টা করছি। আমাদের (পেস বোলিং) কোচের পরিকল্পনাও খুব ভালো। তার সাথে কাজ করে নিজেকে আরুও ইম্প্রুভ করার চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *