Breaking News

আইসিসির বিধি লঙ্ঘনের অভিযোগ ভারতীয় আম্পায়ারের বিরুদ্ধে

ভারতের আম্পায়ার যতিন কেশ্যাপের বিরুদ্ধে আইসিসির দুর্নীতি দমন ইউনিট দুটি ধারা লঙ্ঘনের অভিযোগ এনেছে। ১৯ মে থেকে ১৪ দিনের মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার নন।

তবে ওমানে ২০২২ সালের এশিয়া কাপের এক বাছাইপর্বের ম্যাচে তিনি দুর্নীতি দমন ইউনিটের বিধি ভেঙেছেন বলে অভিযোগ আনা হয়েছে। আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার না হলেও আন্তর্জাতিক ম্যাচ ঘিরে অপরাধমূলক

কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে আকসু তার বিরুদ্ধে তদন্ত করার অধিকার রাখে। আইসিসি এক বিবৃতি দিয়ে জানিয়েছে, তার বিরুদ্ধে আইসিসির ধারার ২.৪.৬ ও ২.৪.৭ ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে।

ওই ধারায় আইসিসির দুর্নীতি দমন ইউনিটের তদন্তে অসহযোগিতা করা বা সহযোগিতা করতে অস্বীকার করা অথবা যথাযথ তথ্য দিতে বা ডকুমেন্ট দিতে ব্যর্থ হওয়ার কথা বলা হয়েছে।

এছাড়া তদন্ত বাধাগ্রস্ত করা, তথ্য দিতে দেরি করে তদন্তে বিলম্ব ঘটানো, তথ্য নষ্ট করার অভিযোগের কথা বলা হয়েছে। যেসমস্ত তথ্য দিলে বা নষ্ট না করলে তদন্তে দুর্নীতি প্রমাণ হতে পারতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *