Breaking News

অষ্টম বিপিএল ২০২২ এর সকল ক্রিকেটাদের তালিকা একনজড়ে দে খেনিন !

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ২০২২ এর  প্লেয়ার্স ড্রাফটের জন্য দেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এবার প্লেয়ার্স ড্রাফটে ৬টি গ্রেডে বাংলাদেশি ক্রিকেটারদের ভাগ করা হয়েছে।ড্রাফটে উঠবে মোট ২১০ জন ক্রিকেটারের নাম। এর মধ্যে সবচেয়ে বেশি মূল্য ‘এ’ গ্রেডের ক্রিকেটাররা পাবেন ৭০ লাখ টাকা। ‘এ’ গ্রেডে আছেন দেশের পাঁচ সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ রিয়াদ এবং পেসার মুস্তাফিজুর রহমান।‘বি’ গ্রেডে থাকা ক্রিকেটারদের মূল্য ৩৫ লাখ টাকা। এই ক্যাটাগরিতে আছেন ১৫ জন ক্রিকেটার। ‘সি’ গ্রেডে ২৫ লাখ টাকা পারিশ্রমিক ক্যাটাগরিতে আছেন ৩৩ জন ক্রিকেটার।১৮ লাখ টাকা মূল্যের ‘ডি’ ক্যাটাগরিতে আছেন ৪৫ ক্রিকেটার। ১২ লাখ টাকা মূল্যের ‘ই’ গ্রেডে আছেন ৩৫ জন ক্রিকেটার। এছাড়া ৫ লাখ টাকা মূল্যের ‘এফ’ গ্রেডে সবচেয়ে বেশি ৭৬ জন ক্রিকেটার রয়েছেন।

অষ্টম বিপিএল ২০২২ এর প্লেয়ার্স ড্রাফট তালিকা “বাংলাদেশি ক্রিকেটার”

‘এ’ গ্রেড (৬ জন), পারিশ্রমিক ৭০ লাখ :

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান।

বি’ গ্রেড (৩৫ জন), পারিশ্রমিক ৩৫ লাখ :

নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, ইমরুল কায়েস, মুমিনুল হক, তাসকিন আহমেদ, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন।

‘সি’ গ্রেড (৩৩ জন), পারিশ্রমিক ২৫ লাখ : রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, আমিনুল ইসলাম বিপ্লব, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী, এনামুল হক বিজয়, সাইফ হাসান, শুভাগত হোম চৌধুরী, ফরহাদ রেজা, নাহিদুল ইসলাম, ইরফান শুক্কুর, ফজলে মাহমুদ রাব্বি, ইয়াসির আলী চৌধুরী, মাহিদুল ইসলাম অঙ্কন, শামীম হোসেন পাটোয়ারি, রনি তালুকদার, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, সানজামুল ইসলাম, নাঈম হাসান, আল-আমিন হোসেন, শহিদুল ইসলাম, শামসুর রহমান শুভ, জাকির হাসান, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন ও হাসান মুরাদ।

‘ডি’ গ্রেড (৪৫ জন), পারিশ্রমিক ১৮ লাখ : অলক কাপালি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসির হোসেন, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, আল-আমিন জুনিয়র, মেহেদী হাসান রানা, সৈকত আলী, রেজাউর রহমান রাজা, এবাদত হোসেন, সাব্বির রহমান, সঞ্জিত সাহা, সোহাগ গাজী, জুনায়েদ সিদ্দিকী, আকবর আলী, সৈয়দ খালেদ আহমেদ, মোহাম্মদ আশরাফুল, মার্শাল আইয়ুব, মাহমুদুল হাসান লিমন, আব্দুল মজিদ, নাদিফ চৌধুরী, মিজানুর রহমান, মোহাম্মদ শরীফউল্লাহ, মনির হোসেন খান, মোহাম্মদ ইলিয়াস, এনামুল হক জুনিয়র, মুক্তার আলী, আলাউদ্দিন বাবু, ওয়ার্দী শুভ, মেহেদী মারুফ, নাঈম ইসলাম, রাকিবুল হাসান সিনিয়র, সাকলাইন সজীব, মোহর শেখ অন্তর, সুমন খান, রাহাতুল ফেরদৌস জাভেদ, রবিউল হক, সালমান হোসেন, মাইশুকুর রহমান, আনিসুল ইসলাম ইমন, সাদমান ইসলাম, অমিত হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী ও নাবিল সামাদ।

‘ই’ গ্রেড (৩৫ জন), পারিশ্রমিক ১২ লাখ : নাজমুল হোসেন মিলন, শুভাশীষ রায়, ইমতিয়াজ হোসেন তান্না, আসিফ আহমেদ রাতুল, তাসামুল হক, ফরহাদ হোসেন, অভিষেক মিত্র, অমিত মজুমদার, আসাদউল্লাহ আল গালিব, জাবিদ হোসেন, পিনাক ঘোষ, তানবীর হায়দার, আসিফ হাসান, দেলোয়ার হোসেন, ইমরানউজ্জামান,সাকলাইন সজীব, ধীমান ঘোষ, কাজী অনিক, ইফতেখার সাজ্জাদ রনি, মোহাম্মদ হাসানউজ্জামান, তাইবুর রহমান পারভেজ, মুনিম শাহরিয়ার, প্রীতম কুমার, শাহাদাত হোসেন দিপু, সালাউদ্দিন শাকিল, রুয়েল মিয়া, শফিকুল ইসলাম, নোমান চৌধুরী, শাহবাজ চৌহান, শাহীন আলম, সুজন হাওলাদার, শাহনুর রহমান, ফারদিন হোসেন এনি, রবিউল ইসলাম রবি ও রুবেল মিয়া।

‘এফ’ গ্রেড (৭৬ জন), পারিশ্রমিক ৫ লাখ :

জয়রাজ শেখ, শফিউল হায়াত হৃদয়, মেহরাব হোসেন জোশি, তৌহিদুল ইসলাম রাসেল, তৌফিক খান তুষার, রায়ান রাফসান রহমান, আলী আহমেদ মানিক, নাহিদ রানা, জয়নুল ইসলাম, মামুন হোসেন, মইনুল ইসলাম, মাহমুদুল হক সেন্টু, নবীন ইসলাম, গোলাম কবির সোহেল, কাজী কামরুল ইসলাম, শাকিল হোসেন, নাহিদ হাসান, সাখাওয়াত হোসেন, টিপু সুলতান, মোহাম্মদ নুরুজ্জামান, আহমেদ আবিদুল হক, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ রনি হাসান, মাহবুবুল আলম অনিক, আল-আমিন রাজু, মাইনুল সোহেল, শামসুল ইসলাম অনিল,

আব্দুর রহমান, আব্দুর রশিদ, শাহাদাত হোসেন রাজিব, শানাজ আহমেদ, নূর হোসেন সাদ্দাম, আব্দুল হালিম, আহমেদ সাদিকুর রহমান, রাসেল আল মামুন, হাবিবুর রহমান জনি,মইনুল ইসলাম সোহেল, আবু সায়েম, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ আসিফ, ইমরান আলী, হোসেন আলী, জুবায়ের হোসেন লিখন, নাঈম ইসলাম জুনিয়র, বিশ্বনাথ হালদার, সাজ্জাদুল হক রিপন, শেনাজ আহমেদ, এনামুল হক জুনিয়র, রাফসান আল মাহমুদ, মাসুম খান টুটুল, মোহাম্মদ স্বাধীন, জাহিদ জাভেদ, শামসুল ইসলাম,

মোহাম্মদ আজিম, আসাদুজ্জামান পায়েল,সাজ্জাদ হোসেন সাব্বির, জনি তালুকদার, মোহাম্মদ সাকিল আহমেদ, তৌহিদ তারেক খান, রাকিব আহমেদ, সাব্বির হোসেন, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মানিক খান, ইরফান হোসেন, আজমীর আহমেদ, রায়হান উদ্দিন, নিহাদ-উজ-জামান, ইসলামুল আহসান আবির, আলিস আল ইসলাম, সায়েম আলম, জাহিদউজ্জামান খান, মইন খান, সাহানুর রহমান, মোহাইমিনুল খান চৌধুরী, জসিমউদ্দিন ও একেএস স্বাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *